চাঞ্চল্য বারুইপুরে! একাদশীর সকালেই রক্তারক্তি, রাস্তার পাশে যুবকের গলাকাটা দেহ উদ্ধার, মদের আসরেই খুন?

উৎসবের আনন্দের আবহেও থামল না অপরাধ। বিজয়ার পরদিন, একাদশীর সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের ধারণা, রাতের মদের আসর থেকেই কোনও বচসার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনাস্থল থেকে কী পেল পুলিশ?
এদিন সাতসকালে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর অঞ্চলের ৬০ কলোনী এলাকার কাঠের ব্রিজের কাছে যুবকের রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ।

মদের বোতল ও গ্লাস: মৃত যুবকের দেহের পাশে পড়ে ছিল একটি মদের বোতল এবং আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল একাধিক মদের গ্লাস। এই চিত্র থেকেই এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক অনুমান, রাতে এখানেই মদের আসর বসেছিল।

খুনের ধরন: এক প্রত্যক্ষদর্শী ও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মদের আসরেই যুবকের নলি কেটে খুন করা হয়েছে।

তদন্তে কী চাইছে পুলিশ?
পুলিশ বর্তমানে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় সন্ধ্যা হলেই নিয়মিত মদের আসর বসে। সেই মদের আসরেই বাকবিতণ্ডা থেকে খুন হয়েছে বলে মনে করছেন তাঁরা।

পুলিশ এখন তদন্ত করে দেখছে—কে বা কারা কী কারণে এইভাবে ওই যুবককে খুন করে রাস্তার উপর ফেলে রেখে গেল। এই খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা না কি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশি তদন্তেই এই হত্যাকাণ্ডের আসল কারণ উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy