দীর্ঘদিন ধরে যারা সংস্থা বদল করার কথা ভাবলেও বকেয়া টাকা (Full and Final Settlement) পেতে দেরি হওয়ার আশঙ্কায় পিছিয়ে যাচ্ছিলেন, তাঁদের জন্য এল দারুণ খবর। শ্রম আইনে বিরাট বদল আনল কেন্দ্র। এবার থেকে ‘ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট’ বা প্রাপ্য টাকা পেতে আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না।
এতদিন পর্যন্ত কোম্পানি পরিবর্তন করলে কর্মীদের তাদের বকেয়া টাকা পেতে ৩০ থেকে ৪৫ দিন বা ক্ষেত্র বিশেষে প্রায় দুই থেকে তিন মাসও অপেক্ষা করতে হতো। তবে এখন সেই নিয়মে বিরাট পরিবর্তন এসেছে। নতুন শ্রম আইন অনুসারে, মাত্র দুই কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে সমস্ত সেটেলমেন্টের কাজ।
এই নতুন নিয়ম, যা ‘Wage Code 2019’-এর সেকশন ১৭ (২) ধারা অনুসারে কার্যকর হয়েছে, তা গত ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। নতুন শ্রম কোড অনুযায়ী, স্থায়ী, অস্থায়ী বা কন্ট্রাক্ট- সমস্ত ধরনের কর্মীরাই নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের প্রাপ্য পাবেন।
কোম্পানি আর দেরি করতে পারবে না!
নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, পদত্যাগ থেকে শুরু করে চাকরিচ্যুতি (Termination), ছাঁটাই (Retrenchment), এমনকি কোম্পানি বন্ধ হয়ে যাওয়া— সব ক্ষেত্রেই এই টাকা দুই দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
কোম্পানি যদি এই সময়সীমা মেনে চলতে ব্যর্থ হয়, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের বকেয়া বেতন, লিভ এনক্যাশমেন্ট, বোনাস ইত্যাদি আটকে রাখার যে প্রবণতা সংস্থাগুলির মধ্যে ছিল, নতুন আইন কার্যকর হওয়ায় সেই প্রবণতা এবার কমবে বলেই মনে করা হচ্ছে।