গুগল ম্যাপে অন্ধের মতো ভরসা করা যে কতটা বিপদ ডেকে আনতে পারে, তারই একটি ভয়াবহ প্রমাণ পাওয়া গেল মধ্যপ্রদেশের বেতুল জেলায়। সেখানকার বাটকি ডোহ গ্রামে শুক্রবার রাতে একটি দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন দুই যুবক।
বেতুলের সারনি থানার বাসিন্দা কবীর সিন্দুর (২৬) এবং হংসরাজ সিন্দুর (২৭) তাঁদের ওয়াগনআর গাড়ি নিয়ে নারায়ণপুর গ্রামে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। যেহেতু তাদের রাস্তা চেনা ছিল না, তাই তারা গুগল ম্যাপের সাহায্য নেন। ম্যাপের নির্দেশনা মেনে তারা বাটকি ডোহ এলাকায় পৌঁছান। কিন্তু একটানা বৃষ্টির কারণে সেখানকার নদী তখন ফুলে ফেঁপে উঠেছিল। নদীর ছোট্ট সেতুর ওপর দিয়ে ভয়ংকর স্রোত বইছিল।
বিপদ বুঝতে না পেরে তারা গুগল ম্যাপের নির্দেশে গাড়ি নিয়ে সেই সেতু পার হতে যান।
স্রোতে ভেসে গেল গাড়ি, তৎপর পুলিশ ও গ্রামবাসী
গাড়িটি সেতুর মাঝামাঝি পৌঁছাতেই ঘটে দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে সেটি নদীর প্রবল স্রোতে ভেসে যায়। গাড়ির ভেতরেই আটকে পড়েন কবীর ও হংসরাজ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে চোপনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে স্থানীয় গ্রামবাসী ও অভিজ্ঞ ডুবুরিরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।
অতিরিক্ত এসপি কমলা জোশী জানান, দ্রুত পদক্ষেপের কারণে দুই যুবককে সময়মতো গাড়ি থেকে বের করে আনা সম্ভব হয়। এই উদ্ধার অভিযানে চোপনা থানার পুলিশ টিম এবং ইন্সপেক্টর নরেন্দ্র সিং পারিহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও, স্থানীয় ডুবুরিরা তাদের সাহস দিয়ে অনেক সাহায্য করেন।
যদিও দুই যুবককে উদ্ধার করা গেলেও, প্রবল স্রোতের কারণে আপাতত গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, স্রোত কমলে গাড়িটি তোলার চেষ্টা করা হবে। স্থানীয়রা জানান, কয়েকদিন আগেই একই জায়গায় একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে গিয়েছিল এবং পুলিশ ও গ্রামবাসীরা সেবারও সাহসিকতার সঙ্গে যাত্রীদের উদ্ধার করে।