এবার শহরের অসুস্থ এবং বিপাকে পড়া গাছের জন্য জরুরি চিকিৎসার পরিষেবা নিয়ে কলকাতার রাস্তায় দেখা মিলবে ‘ট্রি অ্যাম্বুলেন্স’-এর। শুক্রবার নজরুল মঞ্চের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ পরিষেবার উদ্বোধন করেন কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ এবং রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার।
পুরসভার দাবি, এই ট্রি অ্যাম্বুলেন্স শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়া, হেলে যাওয়া বা রোগগ্রস্ত গাছের দ্রুত পরিচর্যা ও চিকিৎসায় কাজ করবে। মানুষের অ্যাম্বুলেন্সের মতোই এতে গাছের চিকিৎসার জন্য জরুরি সরঞ্জাম, যেমন—সার, মাটি, প্রুনিং টুলস (ছাঁটাই করার সরঞ্জাম), সাপোর্টিং স্ট্যান্ড এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুত থাকবে। অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকবেন উদ্ভিদবিদ, পুরসভার বিশেষজ্ঞ কর্মী এবং গাছকাটার দল।
এই অভিনব উদ্যোগের জন্য বিধায়ক দেবাশিস কুমার তাঁর বিধায়ক তহবিল থেকে ১২ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। তিনি দাবি করেন, ভারতে বর্তমানে মাত্র তিনটি ‘ট্রি অ্যাম্বুলেন্স’ রয়েছে, এবং পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে এই পরিষেবা কেবল কলকাতাতেই শুরু হলো।
ট্রি অ্যাম্বুলেন্সের মূল কাজ:
-
শহরে গাছ ভেঙে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা সরিয়ে ফেলার কাজে সহায়তা করা।
-
রোগগ্রস্ত গাছের জরুরি চিকিৎসা প্রদান করা।
-
হেলে পড়া গাছগুলিকে সাপোর্ট দিয়ে সোজা করা।
-
মৃতপ্রায় গাছকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং গাছের গোড়ায় মাটি ও সার দেওয়া।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফায় শহরের শতাধিক রোগাক্রান্ত গাছ চিহ্নিত করা হয়েছে এবং ট্রি অ্যাম্বুলেন্স তাদের দেখভালের কাজ শুরু করবে। এই উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে কলকাতায় আরও কয়েকটি ট্রি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে।