শান্তিনিকেতন রোডে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক গৃহবধূকে অভিনব কায়দায় প্রতারণার শিকার বানাল এক দল দুষ্কৃতী। গয়না পরীক্ষা করার নাম করে ওই গৃহবধূর হাতে থাকা সোনার চুড়ি ও লকেট নিয়ে চম্পট দিয়েছে তারা। পরিবর্তে প্যাকেটে দেওয়া হয় নকল গয়না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাক্রম
-
শান্তিনিকেতন রোডে ওই গৃহবধূকে থামায় প্রতারক দলটি।
-
তারা নিজেদের পুলিশ কর্মী বলে পরিচয় দেয় এবং এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
-
গয়না পরীক্ষা করার অজুহাতে তারা গৃহবধূর হাতের সোনার চুড়ি ও গলার লকেট খুলে নেয়।
-
এরপরে গয়নাগুলো একটি প্যাকেটে ভরে তা ফেরত দেওয়া হয় গৃহবধূর হাতে।
-
প্রতারক দল দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরই গৃহবধূ বুঝতে পারেন যে প্যাকেটের ভেতরে রয়েছে নকল গয়না।
পুলিশি তদন্ত
এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন গৃহবধূ এবং বিষয়টি থানায় জানান। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্তে নেমেছে। পুরো ঘটনার সূত্র পেতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই ধরনের প্রতারক চক্রের দ্রুত সন্ধান পেতে তৎপরতা শুরু করেছে প্রশাসন।