গণতন্ত্রের উৎসবে আমিষ ব্রাত্য? ওড়িশার কোরাপুটে প্রজাতন্ত্র দিবসে বন্ধ চিকেন-মাছ বিক্রি

প্রতিবেশী রাজ্য ওড়িশায় প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এক বিতর্কিত প্রশাসনিক নির্দেশিকা। কোরাপুট জেলায় আগামী ২৬ জানুয়ারি মাংস, মুরগি, মাছ ও ডিম সহ সমস্ত ধরণের আমিষ খাবার বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

কালেক্টরের নির্দেশে শোরগোল

কোরাপুট জেলার কালেক্টর ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনোজ সত্যবান মহাজন একটি সরকারি চিঠির মাধ্যমে সমস্ত তহসিলদার, বিডিও এবং এক্সিকিউটিভ অফিসারদের এই নির্দেশ কার্যকর করার আদেশ দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “প্রশাসনিক নির্দেশিকা” মেনে ৭৭তম প্রজাতন্ত্র দিবসকে ‘জাতীয় উৎসব’ হিসেবে পালন করতেই এই পদক্ষেপ। ফলে ওইদিন জেলার সমস্ত বাজার ও দোকানে আমিষ বিক্রি বন্ধ থাকবে।

কেন এই বিতর্ক? সাধারণ মানুষের প্রশ্ন

প্রজাতন্ত্র দিবসের মতো একটি ধর্মনিরপেক্ষ জাতীয় উৎসবের সঙ্গে খাদ্যাভ্যাসের বিধিনিষেধ কেন জুড়ে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

  • ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ: সাধারণ মানুষের একাংশের মতে, সংবিধান প্রদত্ত খাদ্যের অধিকারে হস্তক্ষেপ করছে প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, “প্রজাতন্ত্র দিবস কবে থেকে ধর্মীয় উৎসব হয়ে গেল যে আমিষ নিষিদ্ধ করতে হবে?”

  • আদিবাসী সংস্কৃতিতে আঘাত: কোরাপুট একটি আদিবাসী প্রধান জেলা, যেখানে মানুষের প্রধান খাদ্যাভ্যাসই হলো মাছ ও মাংস। এই নির্দেশ তাঁদের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলবে।

  • ব্যবসায়িক ক্ষতি: মাংস ও মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, ছুটির দিনে চাহিদা বেশি থাকে। এই নিষেধাজ্ঞায় এক দিনে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

রাজনীতি ও ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রভাব

রাজনৈতিক মহলে এই নির্দেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিজেপি সমর্থকদের একটি অংশ একে ‘সাত্ত্বিক উদযাপন’ বলে স্বাগত জানালেও, বিরোধী দলগুলি একে ‘নতুন ভারত’-এর এক স্বৈরাচারী রূপ হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেশী রাজ্যগুলোতেও এই ঘটনা নিয়ে চর্চা চলছে, বিশেষ করে বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে প্রশাসনিক স্তরে ধর্মীয় বা সাংস্কৃতিক প্রভাব বাড়ানো হচ্ছে কি না, সেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার কোনো বিশদ ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে প্রজাতন্ত্র দিবসে যেখানে সাম্যের বার্তা দেওয়ার কথা, সেখানে এমন বিধিনিষেধ জনমনে অসন্তোষ তৈরি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy