ফের একবার বড় সাফল্য অর্জন করল পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ। উত্তরপ্রদেশের নয়ডা থেকে চুরি যাওয়া কয়েক কোটি টাকার হীরা, সোনা-সহ বহুমূল্য জুয়েলারি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উত্তর প্রদেশ পুলিশ এবং এগরা থানার পুলিশের যৌথ উদ্যোগে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই মহিলার নাম মামনি যাদব এবং মণি যাদব। তাঁরা এগরার ষড়রং এলাকার বাসিন্দা। অভিযোগ, তাঁরা উত্তর প্রদেশের নয়ডা এলাকার একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। কিছুদিন আগেই ওই বাড়ি থেকে কয়েক কোটি টাকার হীরা ও সোনার অলঙ্কার চুরি করে তাঁরা নিজেদের বাড়ি ষড়রং-এ পালিয়ে আসেন এবং অবাধে ঘোরাফেরা করছিলেন।
নয়ডা থানার পুলিশ ধৃতদের খোঁজে তল্লাশি শুরু করার পর গোপন সূত্রে খবর পায়। এরপর এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ-এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (এএসআই সুমন ভট্টাচার্য এবং পিএসআই সৌর ঘড়াই-সহ) উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায়। মঙ্গলবার রাতে ষড়রং এলাকা থেকে এই দুই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। ধৃত দুই মহিলাকে বুধবার আদালতে তোলা হয়। চলতি বছরে এগরা থানার এটি অন্যতম বড় সাফল্য।