“কেউ তোমাদের বাঁচাতে আসবে না!”-হিন্দু পরিবারের ঘরবাড়ি ছাই, বাংলাদেশে থামছেই না নৃশংসতা

বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ধারা অব্যাহত। সোমবার গভীর রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে এক হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হামলাকারীরা কেবল ঘরবাড়ি ও আসবাবপত্রই পুড়িয়ে দেয়নি, গোয়ালঘরে থাকা পোষ্য প্রাণীগুলিকেও নৃশংসভাবে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। এই ঘটনায় সুলতানপুরের পশ্চিম বণিক পাড়ায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

আক্রান্ত পরিবারের সদস্য বাবু শুকুশীল স্থানীয় জয়ন্তী সংঘের সদস্য। স্থানীয় সূত্রে খবর, রাতভর তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্যরা বেড়া ভেঙে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যাওয়ায় বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে। তবে ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা হুমকি পোস্টার উদ্ধার হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ওই পোস্টারে হিন্দুদের উদ্দেশে ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ জারি করে লেখা হয়েছে— তাদের প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে। হিন্দু বাসিন্দাদের চলাফেরা ও জমায়েত অবিলম্বে বন্ধ না করলে ঘরবাড়ি ও সম্পত্তিতে একই ভাবে হামলা চালানো হবে। এমনকি পোস্টারে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ‘কেউ তোমাদের বাঁচাতে আসবে না।’ এই ঘটনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy