দীর্ঘ প্রায় দুই মাসের হাহাকার কাটিয়ে অবশেষে তুষারস্নাত কাশ্মীর। উপত্যকার হাড়কাঁপানো শীতের মরশুম ‘চিলাই-কালান’ শুরু হতেই শনিবার রাতে কাঙ্ক্ষিত বরফের দেখা মিলল। গুরেজ উপত্যকা, সোনমার্গ, জোজিলা ও সিন্থান টপের মতো উঁচু এলাকাগুলি এখন সাদা চাদরে ঢাকা। দীর্ঘ শুষ্ক আবহাওয়ার জেরে যে জলসংকট ও ধুলোবালি তৈরি হয়েছিল, এই তুষারপাতে তা থেকে মুক্তি পাবেন বাসিন্দারা—এমনটাই মনে করছে মৌসম ভবন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এই তুষার ও বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। তুষারপাত শুরু হওয়ায় পর্যটন ব্যবসায় জোয়ার আসার আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। এদিকে পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শনিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। তিনি সাফ জানিয়েছেন, তুষারপাতের জেরে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় এবং রাস্তা দ্রুত পরিষ্কার করা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এমনকি দুর্গম এলাকায় তুষারপথে চলাচলের উপযোগী বিশেষ অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে।