দাবার বোর্ডে তিনি রাজা হতে পারেন, কিন্তু মেজাজের লড়াইয়ে ফের একবার ‘চেকমার্ক’ খেলেন ম্যাগনাস কার্লসেন। বিশ্বের এক নম্বর দাবাড়ু হয়েও হারের হতাশা সামলাতে পারলেন না এই নরওয়েজিয়ান তারকা। র্যাপিড চ্যাম্পিয়নশিপের (FIDE World Rapid Championship) মঞ্চে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিস্লাভ আর্টেমিয়েভের কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরাম্যানকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
১৫ নম্বর চালেই বিপর্যয়!
শনিবার টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে কার্লসেনের এক ‘ক্ষমার অযোগ্য’ ভুল সবাইকে চমকে দেয়। মাত্র ১৫ নম্বর চালেই বড়সড় গলদ করে বসেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। রুশ তারকা আর্টেমিয়েভ সেই সুযোগ হাতছাড়া করেননি। দাপটের সাথে ম্যাচ জিতে ৬.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে যান তিনি।
ক্যামেরাম্যান বিতর্ক ও ভাইরাল ভিডিও:
ম্যাচ হারের পর রাগে গজগজ করতে করতে হল ছাড়ছিলেন কার্লসেন। সেই সময় এক ক্যামেরাম্যান তাঁকে অনুসরণ করে ছবি তোলার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তীব্র বিরক্ত কার্লসেন আচমকাই ক্যামেরাম্যানকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। একজন বিশ্ববরেণ্য তারকার এমন আচরণে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে দাবামহলে। প্রশ্ন উঠেছে— হারের হতাশা কি তবে খেলোয়াড়ি মানসিকতাকে গ্রাস করল?
ভারতবাসীদের জন্য সুখবর: লিডে হাম্পি
কার্লসেন যখন বিতর্কে জর্জরিত, তখন ভারতের দাবার দুনিয়া আলোকিত করছেন মহিলারা। বর্তমান চ্যাম্পিয়ন কনেরু হাম্পি নিজের স্থিরতা বজায় রেখে ৮ ম্যাচে ৬.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তাঁর ঠিক পিছনেই রয়েছেন দ্রোণাবল্লী হরিকা। অন্যদিকে পুরুষদের ওপেন বিভাগে শিরোপার দৌড়ে এখনও শক্তভাবে টিকে আছেন ভারতের দুই বিস্ময় বালক ডি. গুকেশ ও অর্জুন এরিগাইসি।
কার্লসেন কি পারবেন এই মানসিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে? নাকি বিতর্কের আঁচ তাঁর খেলায় প্রভাব ফেলবে? নজর রাখছে গোটা বিশ্ব।