কাঁকসায় বাউল শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার! এলাকায় তীব্র চাঞ্চল্য, কী কারণে মৃত্যু হলো সুবল সরকারের? তদন্তে পুলিশ

পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায় স্বনামধন্য এক বাউল শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বাউল শিল্পীর নাম সুবল সরকার (৫০)। তিনি কাঁকসার বিদ বিহারের অজয় পল্লী এলাকার বাসিন্দা ছিলেন।

মৃত সুবল সরকার ছিলেন স্বনামধন্য বাউল শিল্পী যশোদা সরকারের স্বামী। সুবল বাবু নিজেও বাউল জগতে এক পরিচিত নাম ছিলেন। তিনি নিয়মিত বাউল গান লিখতেন এবং তাতে সুরও দিতেন। তাঁর রহস্যজনক মৃত্যুতে বাউল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির ভেতর থেকে শিল্পী সুবল সরকারের দেহ উদ্ধার করা হয়। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হলো, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy