শীতের দাপট বাড়তেই জাঁকিয়ে কুয়াশার মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। উত্তর ২৪ পরগনার রহড়া থানার অন্তর্গত রুইয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুত গতির চারচাকা গাড়ি রাস্তার ধারের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। এই দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা পাঁচজন আরোহী গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি ব্যারাকপুরের দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা খায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘাতক গাড়ির চালককে আটক করেছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, নাকি কুয়াশা ও গতির কারণে এই দুর্ঘটনা— তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ।