কর্তব্যরত অবস্থায় মদ্যপ! ট্রাফিক ইন্সপেক্টরের সেই ভিডিও ভাইরাল, জনতার মারধোরের পর কী ব্যবস্থা নিল চন্দননগর পুলিশ?

বিজয়া দশমীর রাতে ডিউটিতে থাকাকালীন এক ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) বেহাল দশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে। শ্রীরামপুর বটতলা এলাকায় কর্তব্যরত অবস্থায় ওই ট্রাফিক ইন্সপেক্টর মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। রাস্তায় তিনি টলমল করছিলেন, সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, এমনকী পড়ে যাওয়ার উপক্রম হয়। কর্তব্যরত পুলিশের এমন আচরণ দেখে ক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে ধরে এবং মারধোর করে বলেও অভিযোগ উঠেছে।

ভাইরাল হলো ভিডিও, ক্ষুব্ধ জনতা:

জানা গেছে, দশমীর রাত থেকেই শ্রীরামপুর বটতলা মোড়ে ডিউটি করছিলেন ওই ট্রাফিক ইন্সপেক্টর। স্থানীয়দের অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় থাকার কারণেই এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি (ভিডিওর সত্যতা যাচাই করেনি Asianet News Bangla) ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত পুলিশ আধিকারিক কোনোমতে নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু টলে যাচ্ছেন। এই দৃশ্য দেখে কর্তব্যপরায়ণতার অভাব এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে উত্তেজিত জনতা তাঁকে মারধোর করতে শুরু করে। পরে ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ কর্মীরা দ্রুত তাঁকে ভিড়ের হাত থেকে সরিয়ে নিয়ে যান।

দেখুন ভাইরাল ভিডিও: https://youtube.com/shorts/hwxGMn7exuQ?si=B3x3kt4H1WrSw4O1

তড়িঘড়ি পদক্ষেপ প্রশাসনের:

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেট। সূত্রের খবর, কর্তব্যরত অবস্থায় মদ্যপ থাকার গুরুতর অভিযোগে ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ‘ক্লোজ’ করা হয়েছে। অর্থাৎ তাঁকে তড়িঘড়ি ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, ওই টিআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁকে মারধোরের ঘটনাটিও খতিয়ে দেখা হবে এবং সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রশ্ন উঠছে পথনিরাপত্তা নিয়ে:

মদ্যপ চালকদের শাস্তি দেওয়া বা পথনিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, সেই ট্রাফিক পুলিশেরই মদ্যপ অবস্থায় ডিউটি করার এমন নজিরবিহীন ঘটনায় তীব্র ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। এই ঘটনা রাজ্যের পুলিশ প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy