ঐতিহ্য সংরক্ষণে ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভাল বক্সা পাহাড়ে শুরু হলো তিন দিনের উৎসব, নজর কাড়বে ভুটানের মাস্ক ডান্স

ভারত-ভুটান সীমান্তের বক্সা পাহাড়ে শুরু হলো ঐতিহ্যবাহী ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভাল। মূলত ডুকপা জনজাতির ইতিহাস, সংস্কৃতি, খাদ্যভ্যাস এবং পোশাক-পরিচ্ছদ সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যটকদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই তিন দিনের উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বক্সা টাইগার রিজার্ভের বক্সা পাহাড়ে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আয়োজনে এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশীয় পর্যটকদের পাশাপাশি নেপাল ও ভুটানের পর্যটকরাও অংশ নিয়েছেন।

## ⛰️ উৎসবের মূল আকর্ষণ
আলিপুরদুয়ার জেলার এই প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ডুকপা জনজাতির প্রায় তিন হাজার মানুষ ১৪টি গ্রাম মিলিয়ে বসবাস করেন। এই উৎসবে বক্সা ফোর্ট, সদর বাজার, তাশিগাঁও, লেপচাখা, আদমা, চুনাভাটির মতো বিভিন্ন এলাকার বাসিন্দারা একত্রিত হন।

স্থান: উৎসবের মূল অনুষ্ঠান হবে বক্সা ফোর্ট মাঠে।

সাংস্কৃতিক কর্মসূচি: তির-ধনুকের প্রতিযোগিতা, নাচ-গানের অনুষ্ঠান এবং ডুকপা জনজাতির খুদেদের একটি ফ্যাশন শো-ও রাখা হয়েছে।

বিশেষ আকর্ষণ: এ বছর উৎসবের অন্যতম আকর্ষণ হলো ভুটানের ঐতিহ্যবাহী মাস্ক ডান্স।

## 🗣️ প্রশাসনের উদ্যোগ ও লক্ষ্য
এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, ভুটানের চুখা জেলার প্রতিনিধি এবং ভুটান-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সম্পাদক জেনারেল থিনলে দরজে-সহ অন্যান্য আধিকারিকরা।

জেলাশাসক আর বিমলা বলেন, “ডুকপাদের খাদ্য, সংস্কৃতি কেমন তা তুলে ধরতে আমরা এই উৎসবের আয়োজন করেছি। বক্সার মানুষকে যাতে আরও বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়, সেজন্যই এই প্রয়াস।”

আয়োজকদের পক্ষ থেকে ওসান লেপচা জানান, এই ফেস্টিভালের মূল উদ্দেশ্য হলো ডুকপা সম্প্রদায়ের সংস্কৃতি, পোশাক এবং রীতি রেওয়াজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy