এক্সক্লুসিভ দিলীপ ঘোষ: “পার্টিরও শিক্ষা নেওয়া উচিত!” ফের খড়গপুর থেকেই কি লড়াইয়ে নামছেন মেদিনীপুরের ডন?

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। আর ঠিক সেই সন্ধিক্ষণেই ৮ মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরলেন বঙ্গ বিজেপির ‘আয়রন ম্যান’ দিলীপ ঘোষ। এবিপি আনন্দ-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বর্তমান রাজ্য নেতৃত্বের প্রতি পরোক্ষ বার্তা দিলেন তিনি। বর্ধমানে প্রার্থী হওয়া থেকে শুরু করে মেদিনীপুরের রাজনীতি— নিজের স্টাইলে সব প্রশ্নের উত্তর দিলেন স্পষ্টবক্তা এই নেতা।

সাক্ষাৎকারে দিলীপ সাফ জানিয়েছেন, রাজনীতিতে তিনি বরাবরই আদেশের সৈনিক। তবে গত নির্বাচনের ফলাফল যে দলকে শিক্ষা দিয়েছে, তা তাঁর কথাতেই স্পষ্ট। মেদিনীপুর থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরিণাম যে ভালো হয়নি, সে কথা উল্লেখ করে দিলীপ বলেন, “তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে।” এবার ২০২৬-এ তিনি নিজের চেনা জমি খড়গপুর থেকেই লড়াই করতে ইচ্ছুক। তাঁর কথায়, “খড়গপুরের মানুষের সঙ্গে আমার আত্মিক যোগ আছে। পার্টি বললে আমি ওখানেই লড়ব।”

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের প্রাক্কালে দিলীপের এই ‘ইচ্ছেপ্রকাশ’ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দলের একাংশের ক্ষোভ বা দিঘার মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে থাকা নিয়ে তৈরি হওয়া বিতর্ককে কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি। দিলীপের মতে, দলের সঙ্গে সাময়িক দূরত্ব হওয়া মানেই দলের বাইরে চলে যাওয়া নয়। তবে এবার কি বিজেপি হাইকমান্ড দিলীপের ইচ্ছেকে গুরুত্ব দেবে? না কি ফের কোনো নতুন সমীকরণ তৈরি হবে? দিলীপের স্পষ্ট হুঁশিয়ারি, “বারবার এরকম (অনিচ্ছাসত্ত্বেও কেন্দ্র বদল) হবে বলে মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy