এই বন্ধুত্বই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি দেবে”: Putin-এর সঙ্গে যৌথ মঞ্চে ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে বার্তা PM Modi-র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভারত-রাশিয়া দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই দিনের ভারত সফরকালে একটি যৌথ প্রেস ইন্টারেকশনে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদী দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, আগামী বছরগুলিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারিত্ব উভয় দেশকে সাহায্য করবে।

প্রেসিডেন্ট পুতিনের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই সম্পর্ক আরও মজবুত হতে থাকবে বলে তাঁর ‘সম্পূর্ণ আস্থা’ রয়েছে।

মোদী বলেন, “আমার সম্পূর্ণ আস্থা রয়েছে যে আগামী সময়ে আমাদের বন্ধুত্ব আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগাবে এবং এই বিশ্বাসই আমাদের অভিন্ন ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy