উৎসবের আসরেই আছড়ে পড়ল মৃত্যু! খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণে ছিন্নভিন্ন শান্তি কমিটির প্রধানের বাড়ি

আনন্দ-উৎসবের আসর মুহূর্তের মধ্যে বদলে গেল মৃত্যুপুরীতে। শুক্রবার রাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এক শান্তি কমিটির সদস্যের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন।

টার্গেট ছিল ‘শান্তি কমিটি’র প্রধান?

পুলিশ সূত্রে জানা গেছে, ডেরা ইসমাইল খান জেলার কুরেশি মোড়ের কাছে শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আস্ত ঘরের ছাদ ধসে পড়ে। উদ্ধারকারী দল সূত্রে খবর:

  • নিহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিক্ষুব্ধ নেতা তথা শান্তি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদ

  • বিস্ফোরণের পর ছাদ ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

হাসপাতালে জরুরি অবস্থা, তদন্ত শুরু

খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাতটি অ্যাম্বুলেন্স ও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ চালাচ্ছে। প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। গভর্নর ফয়সাল করিম কুন্ডি এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।

শান্তি কমিটির ওপর বারবার হামলা

খাইবার পাখতুনখোয়ায় শান্তি কমিটির ওপর এটিই প্রথম হামলা নয়।

  • চলতি মাসের শুরুতেই বান্নু জেলায় সশস্ত্র জঙ্গিরা শান্তি কমিটির ৪ সদস্যকে হত্যা করেছিল।

  • ২০২৫ সালের নভেম্বরেও বান্নুতে শান্তি কমিটির অফিসে হামলায় ৭ জন প্রাণ হারান।

রাষ্ট্রপক্ষের কাছে আত্মসমর্পণকারী প্রাক্তন বিদ্রোহীদের নিয়ে গঠিত এই ‘শান্তি কমিটি’গুলো বারবার উগ্রপন্থীদের নিশানায় পরিণত হচ্ছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুরো এলাকাটি বর্তমানে ঘিরে ফেলেছে পাকিস্তানি সেনা ও পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy