‘উন্নয়নের পাঁচালী’ গেয়ে ট্রোলড ইমন চক্রবর্তী, মমতার ১৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরতেই নেটিজেনদের কটাক্ষ

রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি যে ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করেছেন, তার জন্য একটি বিশেষ গান গেয়েছেন জাতীয় পুরস্কার জয়ী শিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। তাঁর গাওয়া এই ‘উন্নয়নের পাঁচালী’ শুনে স্বয়ং মুখ্যমন্ত্রী বাহবা দিয়েছেন। তবে এই গানটি গাওয়ার পর থেকেই তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন শিল্পী ইমন চক্রবর্তী।

মঙ্গলবার নবান্নে ৬টি ভাষায় ‘উন্নয়নের পাঁচালী’ রিপোর্ট কার্ড প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে তৈরি করা বিশেষ গানটি গাওয়ার দায়িত্বে ছিলেন ইমন। গানের মাধ্যমে রাজ্য সরকারের গত দেড় দশকের কাজের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ প্রসঙ্গে বলেছিলেন, “আগে মা-বোনেরা পাঁচালী গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান করেছে।”

নেটিজেনদের কটাক্ষ কেন?

এই গানটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় অনেকে ইমনের সমালোচনা করেছেন। একজন শিল্পী হিসেবে একটি রাজনৈতিক দলের প্রচারমূলক গানে কেন তিনি অংশগ্রহণ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই তাঁকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে আক্রমণ করেছেন।

যদিও এই বিষয়ে শিল্পী ইমনের তরফে কোনো সরাসরি মন্তব্য পাওয়া যায়নি। তবে শিল্পীর প্রতিভাবান কণ্ঠকে এই ধরনের রাজনৈতিক কাজে ব্যবহার করা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিতর্ক অব্যাহত রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy