বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর হামলার ধারাবাহিকতায় এবার প্রাণনাশের হুমকি ও হেনস্থার মুখে পড়লেন গ্লোবাল টেলিভিশন বাংলাদেশের সংবাদ প্রধান নাজনীন মুন্নি। গত ২১ ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ে চ্যানেলের অফিসে ঢুকে একদল যুবক তাঁকে পদত্যাগের জন্য চাপ দেয়। দাবি মানা না হলে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসের মতো গ্লোবাল টিভির অফিসও পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
অভিযুক্ত যুবকরা নিজেদের ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর সদস্য বলে পরিচয় দেয়। তাদের দাবি, নাজনীন মুন্নি আওয়ামী লীগ সমর্থক এবং তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে বরখাস্ত করতে হবে। এমনকি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হুসেনকে দিয়ে জোরপূর্বক একটি কাগজে সই করানোর চেষ্টাও চলে। নাজনীন মুন্নি নিজেই এক ফেসবুক পোস্টে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, অভিযুক্তরা তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক প্রমাণ দিতে না পারলেও ক্রমাগত হুমকি দিয়ে গিয়েছে।
যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব এই ঘটনার দায় অস্বীকার করেছে। সংগঠনের সভাপতি রাশিদুল ইসলাম জানিয়েছেন, এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়। তবে মাঠপর্যায়ে এই ধরনের উগ্রতা বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশকে বিষিয়ে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজনীন মুন্নি অবশ্য সাফ জানিয়েছেন, তিনি এই হুমকিতে ভীত নন এবং নিজের পেশাগত অবস্থানে অনড় থাকবেন।