‘ইলেকশনের ৩ মাস আগে SIR কেন? বাংলা, কেরালায় হচ্ছে, আসামে নয় কেন?’ – বিজেপিকে প্রশ্ন মমতার

ভোটার তালিকায় নাম তোলা এবং নাগরিকত্বের প্রমাণ নিয়ে রাজ্যের মানুষকে বড়সড় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদা জেলার গাজোল কলেজ ময়দানে এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, নাগরিক হিসেবে নাম তোলার পর ড্রাফ্ট লিস্টে নাম উঠলেও ‘হিয়ারিং’-এর জন্য নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিতে হবে, নতুবা নাম কেটে যেতে পারে।

তিনি বলেন, “যে মানুষটা নাগরিক, সে আবার প্রমাণ দেবে সে নাগরিক। ড্রাফ্ট লিস্টে উঠবে, তারপর আবার হিয়ারিং হবে। হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে। না গেলে নাম কেটে দেবে।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও একবার জোর দিয়ে বলেন যে, পশ্চিমবঙ্গে কোনওভাবেই ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না এবং কাউকে তাড়ানো হবে না।

“নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন। অবশ্য আমি এখনও তুলিনি। আপনারা নাম না তোলা পর্যন্ত আমিও তুলব না… বাংলায় কোনও ডিটেশন ক্যাম্প হবে না। কাউকে তাড়ানো হবে না,” দাবি করেন মুখ্যমন্ত্রী।

😡 ‘ইলেকশনের ৩ মাস আগে SIR কেন?’ – বিজেপিকে তুলোধোনা

এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে SIR (State Investigation Report) নিয়ে সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে উন্নয়নমূলক কাজ বন্ধ করতে সরকার তড়িঘড়ি SIR ঘোষণা করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “ইলেকশনের আগে সরকার যাতে না কাজ করতে পারে, সেই জন্য নির্বাচনের ৩ মাস আগে থেকে SIR ঘোষণা করেছে। তোমার হিম্মত থাকলে তুমি ২ বছরে করতে।… আজকে হঠাৎ কী হল?”

তিনি আরও বলেন, চারটি রাজ্যে নির্বাচন হচ্ছে— বাংলা, তামিলনাড়ু, কেরল এবং আসাম। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন: “তামিলনাড়ুতে বিজেপির সরকার নেই, তাই এসআইআর হবে ভোটের আগে। কেরলে নেই, তাই ভোটের আগে হবে এসআইআর। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। তবে আসামে তো তুমি আছ, সেখানে কেন এসআইআর হবে না বাবু? উত্তর দাও। ত্রিপুরায় কেন হল না? বিজেপি আছে বলে?”

🗣️ ‘বাংলা বললেই বাংলাদেশি? এ ভাষা আমাদের গর্ব’

ভাষণকালে মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে কেন্দ্র করে তাঁর উদ্বেগের কথা প্রকাশ করেন। তাঁর দাবি, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি? ওদের দেশের ভাষা এক। আমাদের দেশের ভাষা এক। এটা তো ঐতিহাসিক কারণে। ১৯৪৭ সালের আগে সব তো একসঙ্গে ছিল। সুতরাং আমার বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা। আমি মাতৃভাষায় কথা বললে তুমি পুশব্যাক করবে?”

মমতা আরও অভিযোগ করেন যে বিজেপি বাংলা বিদ্বেষী। তিনি বলেন, “আপনাদের তো দেড় কোটি লোক এখানে কাজ করে। আমরা তো তাদের অসম্মান করি না। আমরা তাদের আপন করে রাখি। বাংলাবিদ্বেষী বিজেপি। বাংলাকে পছন্দ করে না।

শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। সব ধর্মকে সম্মান করি। কিন্তু এটা জেনে রাখুন, মানুষের অধিকার কেড়ে নিলে, সেটা মানব না। পরিষ্কার বলছি।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy