ইন্টারভিউতে নাম শুনলেই কেটে যাচ্ছে ফোন! ৬.৫ বছরের অভিজ্ঞ ডেভেলপারের ভাইরাল পোস্ট কাঁপিয়ে দিল নেটপাড়া

আইটি সেক্টরের নিশ্চিত চাকরি ছেড়ে সরকারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কি ভুল সিদ্ধান্ত? জাভা ব্যাকএন্ড ডেভেলপমেন্টে ৬.৫ বছরের অভিজ্ঞতা থাকা এক সফটওয়্যার ডেভেলপারের জীবনকাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। ব্যাঙ্কিং এবং পিজিটি কম্পিউটার সায়েন্স পরীক্ষার জন্য চাকরি ছেড়ে আড়াই বছর লড়াই করার পর যখন তিনি ফের আইটি জগতে ফিরতে চাইলেন, তখন বাধা হয়ে দাঁড়াল তাঁর ক্যারিয়ারের দীর্ঘ ব্যবধান বা ‘গ্যাপ’।

স্প্রিং বুট এবং মাইক্রোসার্ভিসেসের মতো দক্ষতাসম্পন্ন এই ডেভেলপার জানান, ২০২৪ সালে হঠাৎ সরকারি চাকরির নিয়মে বদল আসায় তিনি অথৈ জলে পড়েন। এরপর ২০২৫ সালে যখন তিনি ফের চাকরির আবেদন শুরু করেন, তখন অভিজ্ঞ হওয়া সত্ত্বেও নিয়োগকারীরা তাঁর ক্যারিয়ারের গ্যাপ দেখলেই মাত্র ২ মিনিটের মধ্যে ইন্টারভিউ কল শেষ করে দিচ্ছিলেন। ৩০-৪০টি সাক্ষাৎকারে টেকনিক্যাল রাউন্ডে পাস করলেও ম্যানেজমেন্ট রাউন্ডে গিয়ে তাঁকে শুনতে হতো যে তাঁর অভিজ্ঞতা এখন ‘পুরানো’।

অবশেষে ২০২৬ সালের জানুয়ারিতে ভাগ্য ফেরে তাঁর। দীর্ঘ সংগ্রামের পর তিনি পরপর দুটি নামী সংস্থার অফার লেটার হাতে পান। তাঁর এই পোস্টটি লিঙ্কডইন ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে শুরু করেছেন। অনেকেই বলছেন, ভারতীয় নিয়োগকারীদের এই ‘গ্যাপ’ নিয়ে নেতিবাচক মনোভাব অনেক প্রতিভাকে নষ্ট করে দিচ্ছে। এই কাহিনী কেবল একজন ডেভেলপারের লড়াই নয়, বরং অনিশ্চিত ক্যারিয়ারে ফিরে আসার এক জেদি লড়াইয়ের দলিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy