দুর্গাপূজার উৎসবের মাঝেই টলিউড থেকে এক ভয়ানক দুঃসংবাদ সামনে এল। প্রযোজক ও অভিনেতা সোহানি কুমারীর (Sohani Kumari) হবু স্বামী সাওয়াই সিং (Sawai Singh) মাত্র ৩২ বছর বয়সে আত্মহত্যা করেছেন। গত ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশি তদন্ত শুরু হয়েছে।
মৃত্যুর আগে হাড়হিম করা বার্তা
মৃত্যুর আগে সাওয়াই সিং একটি ভিডিয়ো বার্তা রেকর্ড করে গেছেন, যা ঘটনাটিকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে। ভিডিয়োয় তিনি উল্লেখ করেছেন যে, অতীতে করা কিছু ভুল তাঁকে মানসিকভাবে এতটাই কষ্ট দিচ্ছিল যে তিনি এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন।
রাজস্থানের বাসিন্দা সাওয়াই সিংয়ের সঙ্গে তেলুগু অভিনেত্রী সোহানি কুমারীর পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালের জুলাই মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়। এরপর তাঁরা জুবিলি হিলসের একটি আবাসনে একসঙ্গে থাকতেন।
ঘটনার দিন সোহানি বাড়ি ফিরে সাওয়াইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনিই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনায় টলিউড এবং সাওয়াইয়ের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।