এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের পর এভারেস্টের চূড়ায় পা রেখেছেন ৭ হাজারের বেশি মানুষ। কিন্তু এবার পোল্যান্ডের এক স্কি পারদর্শী যুবক এমন এক ইতিহাস রচনা করলেন, যা হিমালয়ের সর্বোচ্চ শিখরে এর আগে কেউ করে দেখাতে পারেননি।
৩৭ বছর বয়সী অ্যাডভেঞ্চার প্রিয় আন্দ্রেজ বারজিয়েল (Andrzej Bargiel) অক্সিজেন ছাড়াই শুধু এভারেস্টে আরোহণ করেননি, তিনি তারপর হেঁটে নিচে না নেমে স্কি করে নেমে এসেছেন!
অক্সিজেন ছাড়া স্কি, এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ
এভারেস্টের উচ্চতায় অক্সিজেনের অভাব প্রাণহানির কারণ হতে পারে। তবুও এখন পর্যন্ত প্রায় ২০০ জনের মতো মানুষ অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেছেন। কিন্তু আন্দ্রেজ বারজিয়েল সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন তাঁর অবিশ্বাস্য সাহসিকতায়।
বিশাল ঝুঁকি: এভারেস্টে আরোহণ করাই যেখানে বহু পর্বতারোহীর কাছে ব্যর্থতার কারণ হয়, সেখানে অক্সিজেন ছাড়াই চূড়ায় পৌঁছনো একটি বিশাল চ্যালেঞ্জ।
ইতিহাস তৈরি: চূড়ায় পৌঁছনোর পর আন্দ্রেজ বারজিয়েল বরফের ওপর স্কি সেট করে সোজা নিচে নামতে শুরু করেন। এভারেস্টের চূড়া থেকে অক্সিজেন ছাড়াই স্কি করে নিচে নামার এই কীর্তি প্রথমবার ঘটল।
এই পোলিশ যুবক তাঁর এই দুঃসাহসিক কাজের মাধ্যমে এভারেস্টে এক নতুন রেকর্ড তৈরি করলেন। এটি কেবল স্কিইং দক্ষতা নয়, চরম প্রতিকূলতার মধ্যেও নিজের শারীরিক ও মানসিক সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।