শুক্রবার দিল্লি বিধানসভায় বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সাম্প্রতিক সময়ে তাঁর বেশ কিছু অনিচ্ছাকৃত ভুল উচ্চারণ এবং শব্দচয়ন নিয়ে বিরোধীদের লাগাতার উপহাসের জবাবে তিনি স্পষ্ট জানান, একজন নারী ২৪ ঘণ্টা কাজ করছেন—এটা সহ্য হচ্ছে না বলেই এই ধরণের কুরুচিকর আক্রমণ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ হিসেবে কথা বলার সময় ভুল হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সেই ভুলকে পুঁজি করে যেভাবে আমাকে ছোট করার চেষ্টা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” সম্প্রতি বায়ু দূষণ সূচক বা ‘AQI’ উচ্চারণ করতে গিয়ে ভুলবশত ‘AIQ’ বলে ফেলেছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রেখা গুপ্তা বলেন, “আমি কেন AIQ বললাম, সেটা নিয়েই ওরা মেতে আছে। আসলে একজন নারী মুখ্যমন্ত্রী দিনরাত কাজ করছেন, এটাই ওদের সহ্য হচ্ছে না। তাই কখনও আমাকে অসম্মান করা হচ্ছে, তো কখনও সস্তা মন্তব্য করা হচ্ছে।”
বিধানসভায় ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি আরও বলেন, “ওরা ভিত্তিহীন অভিযোগ আনে। আমার অনিচ্ছাকৃত ভুল নিয়ে মজা করে। মুখ ফসকে শব্দ বেরিয়ে যাওয়া যে কারো সাথে হতে পারে। আমি ভুল করেছি ঠিকই, কিন্তু আপনারা যা করছেন তা অত্যন্ত পরিকল্পিত।” উল্লেখ্য, এর আগে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব সম্পর্কে বলতে গিয়ে ‘ব্রিটিশ’ সরকারের বদলে ভুলবশত ‘কংগ্রেস’ সরকার বলে ফেলেছিলেন তিনি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে ট্রোল করা শুরু করে আম আদমি পার্টি (AAP)।
এ প্রসঙ্গে আপ বিধায়ক সঞ্জয় ঝা এবং সৌরভ ভরদ্বাজ কটাক্ষ করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী ইতিহাসের নতুন সংস্করণ তৈরি করছেন। তার পাল্টা জবাবে রেখা গুপ্তা বলেন, “আগের সরকারের ১১ বছরের দুর্নীতি আর অব্যবস্থার জঞ্জাল সাফ করতেই আমি ব্যস্ত। আয়ুষ্মান ভারত থেকে জন ঔষধি কেন্দ্র—আমরা কাজ করে দেখাচ্ছি বলেই বিরোধীরা আজ ব্যক্তিগত আক্রমণে নেমেছে।