বুধবার বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে এক আবেগঘন দৃশ্য দেখা গেল আসানসোলে। সমাজের মূল স্রোতে ফিরে আসার সাহস চেয়ে রাস্তায় নেমে মানুষের কাছে এক বিশেষ আবদার জানালেন বিশেষভাবে সক্ষম শিশু-কিশোর ও বড়রা। তাদের বার্তা ছিল স্পষ্ট: “আমাদের অবজ্ঞা করো না। পারলে ভালোবাসা দিও। আমাদের সহানুভূতি লাগে না। পাশে থেকে সাহস দিও। আমরাও অনেক কিছু করতে পারি।”
আসানসোলের দুটি বিশেষ প্রতিষ্ঠান—বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের স্কুল আসানসোল আনন্দম এবং বিশেষভাবে সক্ষমদের হোম আসানসোল আশা নিকেতন—এর পক্ষ থেকে পৃথক দুটি মিছিলের আয়োজন করা হয়। বিএনআর চত্বরে অনুষ্ঠিত এই মিছিলে দুটি সংস্থার আবাসিক ও ছাত্রছাত্রী, তাদের পরিচর্যাকারীরা এবং বহু বিশিষ্টজনেরা অংশ নেন।
‘পাশে বন্ধু চায়’:
আসানসোল আনন্দমের সম্পাদক সোমনাথ বন্দ্যোপাধ্যায় এই মিছিলে এসে বলেন, “মানুষের সাহচর্য নিয়েই আসানসোল আনন্দম এগিয়ে চলেছে। আমাদের কিশোর কিশোরীরা পাশে বন্ধু চায়, যাতে তারা আরও এগিয়ে যাওয়ার সাহস পায়। দয়া করে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের অবজ্ঞা করবেন না। তাদের ভালোবাসুন।” উল্লেখ্য, আসানসোল আনন্দমে বিশেষ শিক্ষা পদ্ধতি ও থেরাপির মাধ্যমে অটিজম আক্রান্ত বহু শিশু সমাজের মূল স্রোতে ফিরে এসেছে এবং উচ্চশিক্ষিত হয়েছে।
আশা নিকেতনের পরিচালক মণ্ডলীর সদস্য শিবাশিস মণ্ডলও একই সুর তুলে বলেন, “আমাদের আর ওদের মধ্যে বিরাট কিছু তফাৎ নেই। ওরা এমন অনেক কিছু পারে যা আমরা পারি না। তাই ওদেরকে ভালোবাসা দিলে ওরাও এগিয়ে যেতে পারবে। আগামিদিনে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের পাশে থাকুন।”