আবাস যোজনায় বাড়ি বিতরণে বিস্ফোরক দুর্নীতি! ভাইরাল ভিডিওতে তৃণমূল নেতা বললেন, ‘দু’তলা বাড়ি থাকলেও তৃণমূল কর্মীরাই পাবে বাড়ি’

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)-এর তালিকা তৈরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এবার এক বিস্ফোরক মোড় নিল। জয়নগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল নেতা বাবু গাজী ওরফে গাজী আবুল হোসেনের একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে সরাসরি দলীয় কর্মীদের সুবিধা দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে বাবু গাজীকে বলতে শোনা যাচ্ছে যে, কারও দু’তলা বাড়ি থাকলেও যদি তিনি তৃণমূল কর্মী হন, তবে তিনিই আবাস যোজনার বাড়ি পাবেন। অন্যদিকে, যাঁরা অন্য দল করেন, তাঁদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে।

বিরোধী দলগুলির তীব্র অভিযোগ

এই ভিডিও ভাইরাল হওয়ার পরই বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। তাদের অভিযোগ, এই ভিডিও থেকেই স্পষ্ট যে, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পে দলতন্ত্র চালু করেছে শাসকদল। গরিব ও প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে শুধুমাত্র দলীয় আনুগত্যের ভিত্তিতে বাড়ি বিতরণ করা হচ্ছে। বিরোধীদের দাবি, বাবু গাজীর এই ‘ফর্মুলা’ই গোটা পঞ্চায়েত এলাকায় কাজ করছে।

এই ঘটনা রাজ্যজুড়ে আবাস যোজনার তালিকা নিয়ে চলা বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। ভিডিওটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে এবং তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন সবার নজর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy