দীর্ঘদিন ধরে চলা আনোয়ার আলি-র চুক্তিভঙ্গের বিতর্ক এবার নতুন মোড় নিল। অবশেষে এই ইস্যুতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) হস্তক্ষেপের আশ্বাস দিল। মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) পাঠানো চিঠির উত্তরে ফিফা জানিয়েছে যে তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে কথা বলবে।
বিতর্কের পটভূমি
আনোয়ার আলির চুক্তি নিয়ে এই বিতর্ক মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে তীব্র সংঘাত তৈরি করেছিল:
-
দলবদল: লিয়েনে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেলা আনোয়ার আলি গত মরশুমে যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলে।
-
সমস্যার কারণ: ভারতীয় ফুটবলের এই নম্বর ওয়ান ডিফেন্ডার মোহনবাগানের কাছে লিয়েনের পরিবর্তে স্থায়ী চুক্তি চেয়েছিলেন, কিন্তু সবুজ-মেরুন ক্লাব তাতে রাজি ছিল না। এই টানাপোড়েনের সুযোগ নিয়ে ইস্টবেঙ্গল বড় চুক্তিতে পাঁচ বছরের জন্য আনোয়ারকে দলে নেয়।
-
আইনি লড়াই: এই ধাক্কার পর মোহনবাগান আইনি লড়াইয়ের পথে হেঁটে আনোয়ারের শাস্তির জন্য AIFF-এর প্লেয়ার স্ট্যাটাস কমিটির (PSC) দ্বারস্থ হয়। PSC-এর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের পছন্দ না হওয়ায় তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়।
আদালতের নির্দেশ ও ফিফা-র হস্তক্ষেপ
আদালত PSC-এর পূর্বের সমস্ত সিদ্ধান্ত বাতিল করে বিষয়টি নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিলে, আনোয়ার আলি নো-অবজেকশন সার্টিফিকেট পান এবং লাল-হলুদ জার্সিতে খেলা চালিয়ে যেতে থাকেন।
দীর্ঘদিন ধরে AIFF-এর কাছ থেকে চূড়ান্ত শুনানির দিনক্ষণ নিয়ে সঠিক উত্তর না আসায় গত সেপ্টেম্বর মাসে মোহনবাগান ম্যানেজমেন্ট সরাসরি ফিফা-কে চিঠি লেখে।
-
ফিফা-র আশ্বাস: ফিফা জানিয়েছে, তারা এই বিষয়ে হস্তক্ষেপ করবে এবং AIFF-এর সঙ্গে কথা বলবে।
-
মোহনবাগানের আশা: মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছে, ফিফা-র হস্তক্ষেপে এবার জট কাটবে। ফুটবলার হয়তো আর সবুজ-মেরুন জার্সি পরবেন না, কিন্তু আর্থিক বিষয়টির সুরাহা মিলতে পারে। অর্থাৎ, মোহনবাগান সুপার জায়ান্ট তাদের ট্রান্সফার মানি ফিরে পেতে পারে।