আনন্দ শেষে বিষাদের সুর, আজ বিজয়া দশমী! দুর্যোগের কমলা সতর্কতা, বৃষ্টির মধ্যেই কখন ভাসবে প্রতিমা? জানাল কলকাতা পুলিশ!

হই-হুল্লোড়, প্যান্ডেল হপিং আর আড্ডার শেষে আজ বাঙালির মনে বিষাদের সুর। আজ বিদায়ের বিজয়া দশমী। আর বিদায়ের এই দিনেই প্রকৃতির বিরূপ বার্তা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। প্রবল বর্ষণের মধ্যেই শহরে চলছে প্রতিমা নিরঞ্জন।

বিসর্জনের সেরা সময় ও জোয়ার-ভাটার হিসেব
বিসর্জন ঘাটগুলিতে কলকাতা পুলিশের কড়া নজরদারি রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিসর্জনের সময়সূচি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ (KP)।

কলকাতা পুলিশের অফিশিয়াল পোস্ট অনুযায়ী:

সময় নির্দেশিকা
বিকেল ৫ টা ২৬ মিনিট আজ জোয়ারের সময়।
রাত ১০ টা ০৩ মিনিট আজ ভাটার সময়।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা জোয়ারের সময় অনুযায়ী বিসর্জনের শ্রেষ্ঠ সময়।

Export to Sheets
দক্ষিণবঙ্গে দুর্যোগের কমলা সতর্কতা
হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দশমীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা।

ভারী বৃষ্টির কমলা সতর্কতা: কলকাতা ও হাওড়াতে ভারী বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টির আশঙ্কা: উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে।

এই অতি বৃষ্টির সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলীয় জেলাগুলিতে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন অন্যান্য জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

সমুদ্রে নিষেধাজ্ঞা: মৎস্যজীবীদের সতর্কবার্তা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র থাকবে অত্যন্ত উত্তাল। সমুদ্রে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে, মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

বিশেষ সংযুক্তি:

একদিকে যখন বিসর্জন চলছে, ঠিক তখনই অশোকনগরে দশমীর ভোরে এক প্রাক্তন সেনাকর্মীর মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। কেন তাঁর সঙ্গীরা পালিয়ে গেলেন, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy