যেদিন থেকে আধার কার্ড চালু হয়েছিল, সেদিন থেকেই কার্ডে ছবি থাকা ছিল বাধ্যতামূলক। কিন্তু এবার সেই নিয়মে আসতে চলেছে বড় পরিবর্তন। আধার কর্তৃপক্ষ UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) জানিয়েছে, তারা দ্রুত আধার কার্ডে নতুন নিয়ম চালু করতে চলেছে, যেখানে কার্ডে আর কোনও ছবি থাকবে না। এই নিয়ম সারা দেশেই কার্যকরী হবে।
ছবি বাদ দেওয়ার কারণ: তথ্য সুরক্ষার উদ্যোগ
কেন এই নতুন নিয়ম চালু করা হচ্ছে, সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে সংস্থা জানিয়েছে:
-
ব্যক্তিগত তথ্য সুরক্ষার ঝুঁকি: আধার নম্বর অত্যন্ত স্পর্শকাতর এবং কোটি কোটি ছবি যুক্ত রয়েছে আধার কার্ডের সঙ্গে। এখান থেকে ব্যক্তিগত তথ্য চুরি বা অপব্যবহার হওয়ার একটি বিরাট সম্ভাবনা রয়েছে।
-
জালিয়াতি বন্ধ: এই ঝুঁকি কমাতে সংস্থা চাইছে সমস্ত ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে। যদি গোটা বিষয়টি ডিজিটালি করা যায়, তাহলে জালিয়াতি বন্ধ করা যাবে।
-
শক্তিশালী যাচাইকরণ: আধার ভেরিফিকেশন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েই এই ব্যবস্থা করা হবে।
ছবিহীন কার্ডে কী থাকবে?
নতুন আধার কার্ডে ছবির বদলে একটি কিউ আর কোড (QR Code) থাকবে।
-
তথ্যের সংরক্ষণ: এই কিউ আর কোডেই সমস্ত তথ্য সংরক্ষিত করা থাকবে।
-
ব্যবহারের সুবিধা: এটিকে স্ক্যান করলেই সমস্ত তথ্য সামনে চলে আসবে। ফলে, ছবিতে কোনও সমস্যা হলে বা ছবি নকল করে জালিয়াতি হলে, সেই সমস্যা দূর হবে।
-
ডিজিটাল ব্যবহার: ফোনে এই কিউ আর কোডটি থাকলে সেখান থেকেই ব্যবহারকারীরা নিজের যাবতীয় কাজ করতে পারবেন।
সংস্থার সিইও জানিয়েছেন, আধার কার্ডে ছবির দিন এবার শেষ হতে চলেছে। নতুন ব্যবস্থা চালু হলে সেখান থেকে বিষয়টি অনেক বেশি শক্তিশালী হবে এবং আধার নিয়ে জালিয়াতি বন্ধ হবে। আধার নিয়ে ইতিমধ্যেই বহু জায়গায় জালিয়াতির খবর এসেছে, যেখানে নকল কার্ড ব্যবহার করে অপরাধমূলক কাজও করা হয়েছে। এই নয়া পদ্ধতি সেই জালিয়াতিতে ইতি টানবে।
পুরোনো কার্ড নিয়ে প্রশ্ন
তবে যে বিষয়টি এখনও অস্পষ্ট, সেটি হল—সমস্ত পুরনো আধার কার্ডকে কি নতুন করে আপডেট করতে হবে? যদি তা হয়, তাহলে ফের আধার কেন্দ্রগুলিতে লম্বা লাইন পড়তে পারে। কর্তৃপক্ষ স্পষ্ট করেনি যে এই পুরো বিষয়টি ডিজিটালি করার কোনও ব্যবস্থা করা হবে কিনা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্যবস্থা যদি দ্রুত কার্যকরী হয়, তাহলে জালিয়াতি কমবে।