দেখতে দেখতে ন’দিন পার। গত ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। অনুরাগীদের না পাওয়ার আক্ষেপ জিইয়ে রেখেই সকলের অলক্ষ্যে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। বুধবার, সেই প্রয়াত নায়কের অস্থি বিসর্জন সম্পন্ন হল হরিদ্বারে।
ন’দিনের শোক পর্ব শেষে দেওল পরিবার রবিবার ধর্মেন্দ্রর অস্থি নিয়ে হরিদ্বার পৌঁছন। সেখানেই বুধবার পূর্ণ হল চূড়ান্ত পর্ব। গঙ্গার জলে বাবা ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন দেন সানি দেওল ও ববি দেওল। এই সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সন্তানেরা সহ গোটা দেওল পরিবার। হরিদ্বারের ঘাট থেকে এই আবেগঘন মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গত একমাস ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ২৪ নভেম্বর সকালে পরিস্থিতি হঠাৎই পাল্টে যায়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেই চিকিৎসা চললেও সেই দিন সকালে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনুরাগীরা ‘বলিউডের হি-ম্যান’-কে শেষ শ্রদ্ধা জানাতে না পারার আক্ষেপ নিয়েই আজ তাঁর চিরশান্তির প্রার্থনা করছেন।