অসমের হোজাই জেলায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারাল ৮টি হাতি। শনিবার ভোররাতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের লামডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশনে ঘটে এই শিউরে ওঠা ঘটনা। সাইরাং-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮টি হাতির মৃত্যু ছাড়াও একটি হাতি গুরুতর জখম হয়েছে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের ৫টি কামরা লাইনচ্যুত হয়ে পড়লেও বড়সড় প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
ভয়াবহ সেই মুহূর্ত: রেল সূত্রের খবর, রাত ২টো ১৫ মিনিট নাগাদ হাতির পালটি লাইনের ওপর চলে আসে। চালক এমার্জেন্সি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। তীব্র অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিগুলির। দুর্ঘটনার খবর পেয়েই রেলের পদস্থ আধিকারিক ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছোটেন। ক্ষতিগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ গুয়াহাটির উদ্দেশ্যে পাঠানো হয়।
ব্যাহত ট্রেন চলাচল: এই ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। নাগাও ডিভিশনের বন আধিকারিক শুভাস কদম জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রেনগুলিকে আপাতত অন্য লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের জন্য গুয়াহাটি থেকে বিশেষ কামরার ব্যবস্থা করা হবে। তবে রেলপথে বন্যপ্রাণের এই মৃত্যু ফের একবার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।