কয়েকদিনের টানা বর্ষণে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার বিস্তীর্ণ এলাকা এখন ঘোর জলমগ্ন। রাস্তাঘাট তো বটেই, বহু বাড়িতেও ঢুকে পড়েছে জল, যা স্বাভাবিক জনজীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে। এই জলবন্দী অবস্থার সঙ্গে যোগ হয়েছে নতুন আতঙ্ক— সাপের ভয়। ঘরের ভেতর জল ঢোকায় বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছেন।
গৃহবন্দী জীবন, ত্রস্ত জনপদ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘরের ভেতরে জল ঢুকে পড়ায় তাঁদের জীবন দুঃসহ হয়ে উঠেছে। রান্না-খাওয়া কার্যত বন্ধ হওয়ার জোগাড়। অনেকে বাধ্য হয়েই বাড়িতে তালা দিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। লাগাতার বৃষ্টির জেরে অশোকনগরের একাধিক ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে জল জমেছে বাড়ির উঠোন, এমনকি ঘরের মধ্যেও।
একজন বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, “কয়েকদিন ধরে জল থইথই করছে। ঘরের ভেতরে জল, কীভাবে রান্না করব? বাচ্চারা তো আতঙ্কে দিন কাটাচ্ছে।” অন্য একজন বলেন, “রাতে ঘুমোতে পারি না, কখন ঘরে সাপ ঢুকে যায়! সবসময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে।”
সাপের আতঙ্ক: নতুন বিপদ
জলমগ্ন পরিস্থিতির কারণে এলাকায় সাপের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বাড়ির ভেতরে জল ঢোকায় সাপ ও অন্যান্য সরীসৃপ আশ্রয় খুঁজছে মানুষের বসতবাড়িতে। এর ফলে বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সাপ দেখতে পেলেই সকলে চিৎকার করে উঠছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রশাসনের কাছে আর্জি
অশোকনগরের এই জলবন্দী দশা এবং সাপের আতঙ্ক মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। পর্যাপ্ত পাম্পের সাহায্যে জল নিষ্কাশন এবং সাপের উপদ্রব নিয়ন্ত্রণে বন দফতরের সহযোগিতা চাইছেন তাঁরা। যতক্ষণ না জল সরছে, ততক্ষণ পর্যন্ত বাসিন্দাদের এই দুঃসহ জীবন থেকে মুক্তি নেই।