অভিনেতা বিজয়-এর রোডশোতে কেন ঘটল এত বড় বিপর্যয়? SIT তদন্তের নির্দেশ হাইকোর্টের, সামনে এল ভয়াবহ তথ্য

তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা-রাজনীতিক বিজয়ের রোডশোতে পদপিষ্ট হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যু ঘিরে এবার নতুন এবং ভয়ঙ্কর বিতর্ক সৃষ্টি হলো। বিজয়ের নতুন দল, ‘তামিলগা ভেট্ট্রি কাজগম’ (TVK), সরাসরি মাদ্রাজ হাইকোর্টে দাবি করেছে যে, পুলিশের হঠাৎ লাঠিচার্জের ফলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

TVK-এর অভিযোগ, নেতাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। ভিড় থেকে কেউ একজন জুতো ছোড়ার পরই পুলিশ কোনো সতর্কবার্তা না দিয়ে লাঠিচার্জ শুরু করে, যা চরম পদপিষ্টের দিকে ঠেলে দেয়।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন-এর নেতৃত্বাধীন ডিএমকে সরকার এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, TVK-এর অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং প্রমাণ করার মতো কোনো তথ্য নেই।

হাইকোর্টের নির্দেশে SIT তদন্ত: কাঠগড়ায় বিজয়ের দলও
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মাদ্রাজ হাইকোর্ট ইতিমধ্যেই আইপিএস অফিসার আসরা গর্গের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী স্ট্যালিনও অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসনের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঘোষণা করেছিলেন।

তবে এই ঘটনায় বিজয়ের দলও আদালতের প্রশ্নের মুখে পড়েছে। TVK-এর জেলা সম্পাদক এন সতীশ কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারক প্রশ্ন তুলেছেন— দল কেন ভিড় সামলাতে ব্যর্থ হলো? কেন কর্মীদের প্রকাশ্য উচ্ছৃঙ্খলতা ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা ঘটল?

২৭ হাজারের ভিড়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা: কেন বাড়ল উত্তেজনা?
গত ২৭ সেপ্টেম্বর করুরে রোডশো করতে এসেছিলেন বিজয়। রোডশো চলাকালীন ভিড়ের চাপ হঠাৎ এত বেড়ে যায় যে অভিনেতা-রাজনীতিককে মাঝপথে বক্তব্য থামিয়ে দিতে হয়। পুলিশ জানিয়েছে, তাদের অনুমান ছিল প্রায় ১০ হাজার মানুষ আসবেন, কিন্তু হাজির হয়েছিলেন প্রায় ২৭ হাজার মানুষ!

রাজ্যের পুলিশ প্রধান জি বেঙ্কটরামন জানান, জনতা সকাল ১১টা থেকে অপেক্ষা করছিলেন, অথচ বিজয় আসেন সন্ধে ৭টা ৪০ মিনিটে। প্রচণ্ড গরমে পর্যাপ্ত খাবার-জল ছাড়াই বহু মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করার কারণে উত্তেজনা চরম আকার নেয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভিড়ের উপর জলের বোতল ছোড়া হচ্ছে। এর কিছু পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত্যুর পর মাঠজুড়ে জুতো-চটি, ছেঁড়া পতাকা ও ভাঙা বাঁশ ছড়িয়ে ছিল, যা বিশৃঙ্খলার ভয়াবহতা তুলে ধরে।

ক্ষতিপূরণ ঘোষণা: রাজনীতিতে পা রাখার পরই মর্মান্তিক দুর্ঘটনা
অভিনয় ছেড়ে গত বছর রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে বিজয় গোটা রাজ্যে সফর করছেন এবং এই সময়েই ঘটল এমন মর্মান্তিক দুর্ঘটনা।

বিজয়ের দল (TVK): মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে।

রাজ্য সরকার: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

দুর্ঘটনার পর এক বিবৃতিতে বিজয় বলেছেন, “এই দুর্ঘটনায় আমার মন ভেঙে গিয়েছে।” যদিও এর আগে তাঁর দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে সরাসরি দায়ী করে বলা হয়েছিল, “উনি কি প্রতিশোধ নিতে চাইছেন?” ফলে এই ঘটনা ঘিরে রাজনীতি ও বিতর্কের আগুন এখনই থামছে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy