ত্বকের জেল্লা ফেরাতে আর দামী প্রসাধনী নয়, আপনার হাতের কাছের পরিচিত ‘জল সিঙ্গারা’ বা পানিফল হতে পারে মুশকিল আসান। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, জল সিঙ্গারার ঔষধি গুণাবলি ব্রণের জেদি দাগ দূর করতে এবং ত্বকের সংক্রমণ কমাতে দারুণ কার্যকর।
পুষ্টিবিদদের মতে, এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকে, যা শরীরের টক্সিন দূর করে রক্ত পরিষ্কার রাখে। রক্ত পরিষ্কার থাকলে স্বাভাবিকভাবেই ব্রণের প্রকোপ কমে আসে। এছাড়া এতে থাকা জলীয় অংশ ত্বককে হাইড্রেটেড রাখে এবং ভেতর থেকে প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে। শুধু খাওয়া নয়, জল সিঙ্গারার শুকনো পাউডার লেবুর রসের সাথে মিশিয়ে সরাসরি ব্রণের দাগে লাগালে দ্রুত ফল পাওয়া যায় বলে জানানো হয়েছে ওই গবেষণায়।