সম্পর্ক ভেঙে যাওয়া নারী-পুরুষ সবার জন্যই বেদনাদায়ক। তবে সম্প্রতি ‘জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপে’ প্রকাশিত একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, সম্পর্ক ভেঙে গেলে নারীদের চেয়ে পুরুষরাই বেশি কষ্ট পান।
ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মনোবিজ্ঞানীর দল প্রায় ১ লক্ষ ৮৪ হাজার মানুষের অনলাইন পোস্ট বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। গবেষণার প্রধান গবেষক ডা. রায়ান বয়েড বলেন, তাঁরা অনলাইন পোস্টগুলোতে লিঙ্গভিত্তিক বিভিন্ন সম্পর্কের বিষয় যাচাই করেন।
গবেষকরা বিভিন্ন অনলাইন পোস্টে প্রেম, সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে করা মন্তব্যগুলো বিশ্লেষণ করে দেখেন। সেখানে ‘হৃদয়ে ব্যথা’, ‘অনুশোচনা’, ‘ব্রেকআপ’, ‘কান্না’ এবং ‘হৃদয় ভাঙা’-র মতো আবেগপ্রবণ শব্দগুলো পুরুষদের পোস্টেই বেশি ব্যবহৃত হয়েছে। এর থেকে তাঁরা অনুমান করেন যে, নারীদের চেয়ে পুরুষরা বিচ্ছেদের পর বেশি কষ্ট পান।
গবেষণায় আরও দেখা গেছে, পুরুষরা তাদের বিচ্ছেদের ঘটনা অনলাইনে প্রকাশ করতে এবং অন্যদের কাছে পরামর্শ চাইতে দ্বিধা করেন না। কিন্তু নারীরা এই ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে আছেন। এর থেকে ধারণা করা হয়েছে যে, নারীরা হয়তো বিচ্ছেদের পর বিষয়টি নিয়ে কম ভাবেন অথবা দ্রুত পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন যে, এর মানে এই নয় যে নারীরা আবেগহীন। এটি হয়তো তাদের ভিন্নভাবে পরিস্থিতি সামলানোর একটি কৌশল। আবার অনেকে হয়তো সামাজিক সম্মান হারানোর ভয়ে অনলাইনে এসব বিষয় প্রকাশ করেন না। এই বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন বলে মনে করেন গবেষকরা।