শীত এলেই বেড়ে যায় খুশকির সমস্যা। খুশকি এক বিব্রতকর সমস্যা। কোনো অনুষ্ঠানে গেলে রুপে-পোশাকে ফ্যাশন করতে গিয়ে দেখলেন চুল থেকে খুশকি বের হয়ে কাঁধে পড়ছে। ভাবুন তো ফ্যাশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। এভাবে যে কোনো পার্টি-সভাতেই খুশকি বিব্রতকর অবস্থায় ফেলতে পারে।
খুশকি প্রতিরোধে বাজারে বিভিন্ন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু পাওয়া যায়। তবে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পুর অতি ব্যবহারে চুল হারিয়ে ফেলতে পারে সতেজতা। তাই খুশকি মুক্ত চুল পেতে প্রাকৃতিক উপায় কাজে লাগাতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক উপায়গুলো সম্পর্কে-
লবণ
খুশকি দূর করার জন্য চুলে শ্যাম্পু ব্যবহারের আগে লবণ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়, কারণ লবণের খুশকি দূর করার ক্ষমতা আছে। সামান্যকিছু লবণ নিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
খুশকি দূর করতে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর পাতা বেটে ১৫ থেকে ২০ মিনিট চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন।
রসুন
রসুন বেটে স্ক্যাল্পে ঘষুন। তবে এক্ষেত্রে রসুনের ঘ্রাণ দূর করতে রসুন বাটার সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন।
অলিভ অয়েল
প্রায় ১০ ফোঁটা অলিভ অয়েল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন এবং একটি শাওয়ার ক্যাপ দিয়ে সারারাত ঢেকে রাখুন। সকালে আপনার শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।