অফিস মানেই পরিপাটি পোশাক, আর ফরমাল লুকের জন্য শার্টের কোনো বিকল্প নেই। বিশেষ করে এই ভ্যাপসা গরমে সাদা বা হালকা রঙের শার্ট যেমন আরামদায়ক, তেমনি রুচিশীল। তবে সমস্যা বাঁধে তখনই, যখন কলারের জেদি দাগ বা ময়লা শার্টের পুরো সৌন্দর্যটাই মাটি করে দেয়।
অনেকেই অভিযোগ করেন, হাত দিয়ে ঘষলে বা ওয়াশিং মেশিনে কাচলেও কলারের সেই হলদেটে ময়লা সহজে উঠতে চায় না। চিন্তার কিছু নেই! আপনার ঘরেই আছে এমন ৪টি জিনিস যা কলারের জেদি দাগ নিমেষেই তুলে দেবে।
১. লেবুর রসের কামাল
লেবুর প্রাকৃতিক অ্যাসিডিক উপাদান দাগ তুলতে ও কাপড় উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকর। শার্টের কলারের নোংরা জায়গায় লেবুর রস সরাসরি লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর সাবান জলে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উধাও!
২. বেকিং সোডার ম্যাজিক
জেদি দাগ সরাতে বেকিং সোডার জুড়ি নেই। প্রথমে শার্টটি জলে ভিজিয়ে নিন। এরপর দাগের ওপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে দিন। এবার একটি নরম ব্রাশ (যেমন পুরোনো টুথব্রাশ) দিয়ে ২ মিনিট হালকা ঘষুন। কাপড় হবে নতুনের মতো পরিষ্কার।
৩. গরম জল ও টুথব্রাশের ট্রিকস
কলার পরিষ্কার করার জন্য এটি অন্যতম সেরা পদ্ধতি। ডিটারজেন্ট পাউডার বা লিকুইড সাবান কলারে লাগিয়ে জামাটি হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর একটি অব্যবহৃত টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। শেষে ঠান্ডা জলে ধুয়ে নিলেই শার্টটি আবার ঝকঝকে হয়ে উঠবে।
৪. বাসন মাজার তরল সাবান
শুনে অবাক লাগলেও, তৈলাক্ত দাগ সরাতে বাসন মাজার লিকুইড সাবান বেশ কাজ দেয়। আমাদের ঘাম ও তেল থেকে কলারে যে দাগ পড়ে, তা তুলতে সামান্য ডিশ সোপ কলারে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। তবে মনে রাখবেন, এটি শুধু কলারের দাগ তোলার জন্যই ব্যবহার করা শ্রেয়।
জরুরি টিপস:
শার্টের দাগ বেশি পুরোনো হতে দেবেন না। একবার কলার বেশি নোংরা হয়ে বসে গেলে তা তোলা কঠিন হয়ে পড়ে।
সাদা কাপড়ে দাগ তোলার পর সরাসরি কড়া রোদে শুকোতে দিন, এতে শুভ্রতা বজায় থাকে।