মুখের সৌন্দর্য ধরে রাখতে আমরা যতটা সচেতন থাকি, রোদে পুড়ে যাওয়া হাত-পায়ের যত্নে অনেক সময়ই অবহেলা করি। তবে চিন্তা নেই! আপনার প্রতিদিনের সঙ্গী কফিই হতে পারে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার এক সহজ সমাধান। কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং এর তারুণ্য ধরে রাখার ক্ষমতা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের রং হালকা করতে সাহায্য করে।
এখানে কফি দিয়ে তৈরি কিছু কার্যকরী মাস্কের কথা বলা হলো, যা সহজেই আপনার হাতের ত্বককে সতেজ করে তুলবে:
১. কফি ও মধুর মাস্ক: মধু ত্বককে আর্দ্র রাখে এবং উজ্জ্বল করে তোলে। এক টেবিল চামচ কফির গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে হাতে ও মুখে ভালো করে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক দাগ-ছোপ হালকা করতেও সাহায্য করবে।
২. কফি ও দুধের মাস্ক: রোদের কারণে হওয়া কালচে ছোপ দূর করতে কফি ও দুধের এই মাস্কটি দারুণ কাজ করে। এক টেবিল চামচ কফির সঙ্গে এক থেকে দুই টেবিল চামচ দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট হাতে বা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে উজ্জ্বল করে তুলবে।
৩. কফি ও লেবুর মাস্ক: ত্বকের রং উজ্জ্বল করতে এবং মরা কোষ দূর করতে এই মাস্কটি খুবই কার্যকর। এক টেবিল চামচ কফির সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাতে বা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। লেবু প্রাকৃতিক ব্লিচের কাজ করে, যা ত্বককে আরও উজ্জ্বল করবে।
এই মাস্কগুলো নিয়মিত ব্যবহারে আপনার রোদে পোড়া ত্বক আবার উজ্জ্বল ও সতেজ হয়ে উঠবে।