পান খাওয়ার চক্করে দাঁতে কালো ছোপ? এই কালো চপ দূর করার উপায় জেনেনিন

সুন্দর হাসি কে না ভালোবাসে। হাসির প্রেমে পড়েননি এমন লোকের সংখ্যা নেহাতই কম। সুস্মিতা সেন থেকে প্রিয়াঙ্কা চোপড়া এঁদের হাসির প্রেমে সকলেই পাগল। তবে সুন্দর একমুখ হাসির রহস্যই হল ঝকঝকে সাদা দাঁত হওয়ার। তবুও দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝাই যেন দস্তুর। অনেকেই রয়েছেন যাঁদের পান ছাড়া এক মুহূর্ত চলে না। রোজই সকাল-বিকেল তাঁদের পান চাই চাই। কিন্তু এই পান খাওয়ার চক্করে দাঁতের বারোটা যে বাজছে সেটা হয়ত বুঝতে পারছেন না। যাঁরা নিয়মিত পান খান তাদের দাঁত যায় কালো হয়ে। দাঁতের এই ধরনের দাগের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রইল কয়েকটি ঘরোয়া টোটকা।

পেয়ারা পাতা ও নিম
ভারতে নিমের দাঁতনের প্রচলন শতকের পর শতক ধরে। আর সেটা যে বিনা কারণে নয় তা বলাই বাহুল্য। দাঁতের কালো দাগ তুলতে নিমের দাঁতনের সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে পেয়ারা পাতার রস, দাঁতের দাগ দূর হবে ম্যাজিকের মতো।

কমলা লেবুর খোসা
এমন অদ্ভুত টোটকার কথা জানেন না অনেকেই। তাই কমলার খোসার ঠাঁই হয় আস্তাকুঁড়ে। কিন্তু দাঁত সাদা করতে মোক্ষম কাজ করতে পারে কমলালেবুর খোসার রস।

পাতিলেবুর রস
দাঁতের দাগ-ছোপ দূর করতে লেবুর রস দারুণভাবে কাজ দেয়। পাতিলেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। পাতিলেবুর রস আর লবণ একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে সহজেই সাদা হয় দাঁত। দাঁত ঘষতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর খোসাও। এতে দাঁতের হলদে ভাব দূর হয়।

বেকিং পাউডার
সকালে ও রাতে দাঁত মজার সময়ে ব্রাশের সঙ্গে কিছুটা বেকিং পাউডার যোগ করে নিতে পারেন। এতে ঝকঝকে হয় দাঁত।

লবঙ্গের গুঁড়ো
লবঙ্গের গুঁড়োর সঙ্গে লবণ আর টুথপেস্ট মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। দেখবেন খুব সহজেই কালো দাগসহ দাঁতের দাগ-ছোপ দূর হয়ে যাবে। এছাড়াও পান খাওয়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে কুলকুচি করে নিন। পারলে ব্রাশ করে নিন। এতে সহজে পান খাওয়ার দাগ উঠে যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy