নখে সাদা দাগ দেখা দেওয়ার কারণ কি? এটি কি কোনো মারাত্বক রজার লক্ষণ?

বেশিরভাগ মানুষের নখেই সাদা দাগ পড়তে দেখা যায়। হাত-পায়ের যে কোনো নখেই এমন দাগ পড়ে থাকে। অনেক সময় এ দাগগুলো নিজ থেকেই সেরে যায়। তবে প্রতিটি নখেই যদি এমন দাগ দেখা যায় তাহলে তা হতে পারে বিপজ্জনক।

অনেকেই ভাবেন, ক্যালসিয়ামের অভাবে এই দাগ দেখা দেয়। তবে এই দাগ হওয়ার আরও কিছু কারণ আছে। যা হতে পারে বিভিন্ন রোগের লক্ষণ। চলুন জেনে নেওয়া যাক নখে সাদা দাগ দেখা দেওয়ার কারণ।

>> নখে আঘাত লাগার কারণে অনেক সময় সাদা দাগ দেখা দেয়। যদিও এই দাগ আঘাতের বেশ কিছুদিন পর নখে ফুটে ওঠে। এ কারণে অনেকেই বুঝতে পারেন না আসলে কী কারণে নখে সাদা দাগ দেখা দিয়েছে।

>> নখে কোনো কারণে ইনফেকশন বা সংক্রমণ ঘটলেও সাদা দাগ দেখা দিতে পারে। সাধারণত ফাঙ্গাসের কারণে এমনটি হতে পারে। এজন্য নখ পরিষ্কার রাখতে হবে।

>> শরীরে ভিটামিনের অভাব হলে এরকম সাদা দাগ নখের ওপর দেখা যায়। অধিকাংশ নারীদের নখেই ক্যালসিয়ামের অভাবে এমনটি ঘটে। জিঙ্কের অভাবেও এরকম হয়।

>> অ্যালার্জি প্রতিক্রিয়া থেকেও নখে সাদা দাগ দেখা দিতে পারে। কোনো নেইলপলিশ বা রিমুভার থেকেও এই অ্যালার্জি হতে পারে। যা অনেক নারীই টের পান না।

>> অ্যানিমিয়ায় ভুগলে নখে সাদা দাগ দেখা দেয়। অ্যানিমিয়া হলো শরীরে রক্ত কমে যাওয়া। এতে শরীর ফ্যাকাশে হয়ে যায়। নখে সাদা দাগ পড়ে। কিডনির সমস্যার জন্য এরকম হয়ে থাকে।

যদি নখে সাদা দাগ দেখা দেয় তাহলে ভাববেন শারীরিক কোনো সমস্যার কারণেই এটি হয়েছে। কারণ শরীরের বিভিন্ন রোগের লক্ষণ নখে প্রকাশ পায়। এজন্য অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy