ত্বকের ফাটা দাগ দূর হবে নিমিষেই, গোপন টোটকা জেনেনিন

শরীরের বাড়তি ওজনের কারণে ত্বকের বিভিন্ন অংশে ফাটা দাগ পড়ে। পেটের প্রাচীর, কোমর, হাত, ঘাড়, হাটুর পেছনে, উরু এমনকি বুকেও এই ফাটা দাগ দেখা যায়। তবে নারীদের ক্ষেত্রে গর্ভ পরবর্তী সময়ে তলপেটে চামড়ার টানজনিত কারণে ফাটা দাগ পড়ে থাকে। ত্বকের এই ফাটা দাগ দূর করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে।

কিন্তু সহজ উপায় জানা থাকলে এই ফাটা দাগ দূর করা অসম্ভব কিছু নয়। বরং খুব সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক সেই সহজ উপায়টি- প্রতিদিন যথেষ্ট পরিমাণে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, ডিমের সাদা অংশ, দই, বাদাম, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ খাবেন। এগুলো আপনার ত্বককে জলযোয়িত রাখবে।

শরীরের ফাটা দাগ নির্মূলে সহায়তা করবে। তাছাড়া ঘৃতকুমারির পাতা নিয়ে এর ভেতর থেকে জেলী সদৃশ অংশটি বের করে দাগের উপরে লাগিয়ে ২ ঘন্টা অপেক্ষা করুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন খুব তাড়াতাড়ি ত্বকের ফাটা দাগ নির্মূল হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy