প্রাচীনকাল থেকেই রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার বেশ সমৃদ্ধ। শুধু ত্বকের যত্নে নয় মুলতানি মাটি চুল পরিচর্যার ক্ষেত্রেও দারুন কার্যকরী।
তৈলাক্ত ত্বক ও চুলের যত্নে মুলতানি বিশেষ উপকারী। এতে রয়েছে তেল শুষে নেয়ার ক্ষমতা। এর ম্যাগনেশিয়াম ক্লোরাইড ত্বক ঠাণ্ডা ও মসৃণ রাখে। ত্বক ভালো রাখার পাশাপাশি মুলতানি মাটি চুল ও মাথার ত্বক ভালো রাখতেও সাহায্য করে। এবার তবে জেনে নিন মুলতানি মাটি কীভাবে ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার করবেন-
> শরীরের মৃত কোষ দূর করতে মুলতানি মাটির সঙ্গে জল ও ওটসের পেস্ট তৈরি করুন। এটি শরীর স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। বিশেষ করে ঘাড়, বগল, হাঁটু, কনুই এসব জায়গায় এই প্যাকটি ব্যবহার করুন।
> মুলতানি মাটির তেল শুষে নেয়ার ক্ষমতা রয়েছে। তাই এটা তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের খোলা লোমকূপের সমস্যা দূর করতে মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস মিশিয়ে ব্যবহার করুন।
> সবার মুখেই ছোটখাট দাগ ছোপ থাকে। আর দাগ দূর করতে মুলতানি মাটি বেশ কার্যকর। এজন্য জলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে সম্পূর্ণ মুখ অথবা দাগের স্থানে ব্যবহার করুন।
> মুলতানি মাটি খুব ভালো পরিষ্কারক। মাথার ত্বকের ময়লা দূর করতে জলে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করুন। সম্পূর্ণ চুলেও এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। এতে করে চুল হবে ঝলমলে ও প্রাণবন্ত।