আপনার রান্নাঘর বা বাথরুমে তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ? খাবার নষ্ট করা, ঘর অপরিষ্কার করা, আর রোগ ছড়ানো এই ছোট্ট প্রাণীটিকে কোনোভাবেই তাড়াতে পারছেন না? চিন্তা নেই! শিশু বা পোষা প্রাণী থাকলে কীটনাশক ব্যবহারের ঝুঁকি না নিয়েই তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন এমন কিছু সহজ ও কার্যকরী ঘরোয়া উপায় আজ আমরা আপনাদের জানাবো।
কীটনাশক ছাড়া তেলাপোকা দূর করার সহজ উপায়
তেলাপোকা সাধারণত রান্নাঘর, বাথরুম, সিঙ্কের নিচে বা ক্যাবিনেটের মতো উষ্ণ ও আর্দ্র স্থানে বাসা বাঁধে এবং দ্রুত বংশবৃদ্ধি করে। এদের উপদ্রব থেকে মুক্তি পেতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:
দারচিনির গুঁড়ো: রান্নাঘরের কোণে কোণে দারচিনির গুঁড়ো ছিটিয়ে দিন। দারচিনির তীব্র গন্ধ তেলাপোকাকে দূরে রাখবে।
বোরিক অ্যাসিড ও চিনির মিশ্রণ: বোরিক অ্যাসিড এবং চিনি একসঙ্গে মিশিয়ে তেলাপোকার আনাগোনা বেশি এমন স্থানে ছিটিয়ে দিন। চিনি তেলাপোকাকে আকর্ষণ করবে এবং বোরিক অ্যাসিড তাদের নির্মূল করবে।
ভিনেগার ও গরম জলের দ্রবণ: রাতে ঘুমানোর আগে গরম জলের সঙ্গে এক ভাগ সাদা ভিনেগার মিশিয়ে সিঙ্কের ড্রেনে ঢেলে দিন। এটি পাইপের ভেতরের তেলাপোকা দূর করতে সাহায্য করবে। এছাড়াও, এই দ্রবণটি সিঙ্ক ও চুলার আশেপাশে স্প্রে করতে পারেন।
লেবু, বেকিং সোডা ও গরম জল: একটি লেবুর রস, দুই টেবিল চামচ বেকিং সোডা এবং এক লিটার গরম জল একসঙ্গে মিশিয়ে নিন। এই দ্রবণটি তেলাপোকার আনাগোনা বেশি এমন সব জায়গায় স্প্রে করে দিন।
এসেনশিয়াল অয়েল: পেপারমিন্ট বা টি ট্রি অয়েলের মতো কিছু এসেনশিয়াল অয়েল তেলাপোকা তাড়াতে কার্যকর। তেলাপোকা যেখানে বেশি দেখা যায় সেখানে এই তেল ছিটিয়ে দিন। সারারাত রেখে পরের দিন পরিষ্কার করে ফেলুন।
নিমপাতা বা নিম অয়েল: শুকনো নিমপাতা ঘর ও রান্নাঘরের আনাচে-কানাচে ছড়িয়ে দিন। তিন দিন পর পাতাগুলো সরিয়ে ফেলুন। এছাড়াও, নিম অয়েলের সঙ্গে গরম জল মিশিয়ে স্প্রে করলেও ভালো ফল পাবেন।