চোখের চারপাশের রিঙ্কেলস দূর করবেন যেভাবে

মানবদেহের সবচেয়ে সুন্দর অঙ্গ হচ্ছে চোখ। চোখের মাধ্যমে আমাদের সৌন্দর্যের অনেকটাই ফুটে ওঠে। চোখ সুন্দর হলে মুখের গঠনও অনেকটা বদলে যায়। কিন্তু সেই সুন্দর চোখের চারপাশে যদি রিঙ্কেল বা কোঁচকানো রেখা দেখা যায়, তাহলে তা সবার ক্ষেত্রেই অস্বস্তিকর।

বয়সের সঙ্গে সঙ্গে অনেকের রিঙ্কেল বাড়তে থাকে। তবে যাদের কম বয়সেই চোখের চারপাশের চামড়া কুঁচকে যায় তাদের কষ্টের সীমা থাকে না। এজন্য নানান ধরনের পণ্য ব্যবহার করেন। তারপরও মুক্তি মেলে না এই সমস্যা থেকে। চলুন জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে এই সমস্যা দূর করতে পারেন।

> রোদে বেশি সময় থাকা যাবে না একেবারেই। সূর্যের রশ্মি ত্বকের ব্যাপক ক্ষতি করে। আমাদের চোখ তীব্র সূর্যের আলো সহ্য করতে পারে না। তাই রোদে বেশি সময় ব্যয় করার কারণে মুখে রিঙ্কেল দেখা যায়।

> চোখ ঘষার অভ্যাস দূর করুন। অনেকেরই ঘনঘন চোখ ঘষার অভ্যাস থাকে, এই কারণে চোখের চারপাশে রিঙ্কেলস পড়ে যায়। চোখ ঘষার ফলে চোখের পেশীগুলোর ক্ষতি হয়।

> যাদের ধূমপানের অভ্যাস রয়েছে তাদের মুখেও রিঙ্কেলস দেখা যায়। ধূমপানে অনেক বিষাক্ত পদার্থ পাওয়া যায় যা ত্বকের ক্ষতি করে।

> চোখ কুঁচকে হাসির অভ্যাস অনেকের আবার চোখ কুঁচকে হাসির অভ্যাস রয়েছে। এর ফলে পেশীগুলোর উপর চাপ পড়ে এবং যার ফলে সেগুলো দুর্বল হয়ে যায়। যার ফলে চোখে কোঁচকানো রেখা দেখা যায়।

> ব্যবহার করতে পারেন আনারস। এতে থাকা ব্রোমেলিন নামক এনজাইম রিঙ্কেল কমাতে খুব কার্যকর। আনারসের জুস যে জায়গাগুলোতে রিঙ্কেল পড়েছে, সেখানে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি আপনার চোখের চারপাশে কোঁচকানো রেখা কমিয়ে দেবে!

> শসা ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি রিঙ্কেলস কমাতেও সহায়তা করে। এছাড়া শসা ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন হ্রাস করতেও খুব কার্যকর।

> অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে চোখের চারপাশে মালিশ করলে রিঙ্কেলের সমস্যা কমে। এটি ব্যবহার করলে ত্বক ময়েশ্চারাইজ থাকে, আবার মুখের সূক্ষ্ম রেখাও কম হয়।

> দইয়ের মধ্যে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এরপরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দই ব্যবহার করলে মুখের মৃত ত্বক দূর হবে। এছাড়াও চোখের চারপাশের পেশীগুলোও মজবুত হবে

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy