গয়না পরে ঘুমালে যে ক্ষতি হতে পারে আপনার শরীরে, এড়িয়ে না গিয়ে পড়ুন!

গহনা কমবেশি সব নারীরই পছন্দ। অনেকেই গহনা পরতে ভীষণ ভালোবাসেন। অনেকে ঘুমাতে যাওয়ার সময়ও গহনা শরীর থেকে খুলে রাখেন না। এতে নিজেরই বিপদ নিজে ডেকে আনছেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদন অনুযায়ী রাতে বিশেষ করে ঘুমানোর সময় গহনা পরে থাকলে অনাকাঙ্ক্ষিত অনেক রোগ শরীরে বাসা বাঁধে। চিকিৎসকদের বরাত দিয়ে আনন্দবাজার প্রতিবেদনে জানিয়েছে:

গহনা পরার স্থানে অনেক সময় রক্ত জমাট বেঁধে লাল দাগের সৃষ্টি হয়, যা থেকে দেখা দেয় বিভিন্ন ধরনের স্কিন ডিজেজ।

ত্বক বেশি স্পর্শকাতর হলে র‍্যাশ, চুলকানি এমনকি অ্যালার্জিও দেখা দিতে পারে শরীরে। তা ছাড়া রাতে ঘুমানোর সময় পরে থাকা গহনার কারণে অস্বস্তি বোধ হয়, যা ঘুমরে ব্যাঘাত ঘটায়।

গহনা পরলে রক্ত চলাচলের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়, যা থেকে হাত পায়ে ঝিনঝিন ভাব, রগে টান পড়া, অনিদ্রা, হাত পা অবশ হয়ে যাওয়া, সারাক্ষণ দুর্বল ও ক্লান্তিবোধ হওয়া এমনকি হৃদ্‌যন্ত্রের ক্ষতি হতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy