এক গালে থাপ্পড় মারলে সত্যিই কী বিয়ে হয় না? গবেষকরা কি বলছেন এই বিষয়ে

এক গালে থাপ্পড় মারলে বিয়ে হয় না। একথা জীবনে কম বেশি আমরা সবাই শুনেছি। আবার কখনো কখনো এ কথার সুযোগ নিয়ে অন্য গালেও চড় দিতে দেখা যায়। কখনো কী ভেবে দেখেছেন এ কথাটা আসলে কতটুকু সত্যি? অনেকের মতো এটা মোটেও সত্যি নয়। আবার কেউ কেউ মনে করেন এটা এক ধরণের কুসংস্কার।
তবে কিছু কিছু ক্ষেত্রে এ কুসংস্কার মোটেও মিথ্যে নয়। তার পক্ষেও বিভিন্ন যুক্তি আছে। চলুন তবে জেনে নেই যাক কী সেই যুক্তি। সেই যুক্তি হলো, থাপ্পড় মারার সময় উত্তজেনাবশত যদি খুব জোরে লাগে তাহলে আচমকা গাল এক পাশে ঘুরে যেতে পারে। সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে চোট লাগতে পারে।

তেমন ঘটনা ঘটলে বিভিন্ন রকমের বিপদের কারণ হতে পারে। তাই এক গালে থাপ্পড় মারা কোনো ভাবেই উচিৎ হবে না। পাশাপাশি, একগালে থাপ্পড় মারলে মুখে হঠাৎ করে দাগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রক্ত জমে বিপদ হয়ে যেতে পারে।

এছাড়া, একগালে থাপ্পড় মারলে ঘটে যেতে পারে বেশ কয়েকটি বিপদ। এমনকি, মৃত্যুও হতে পারে। তবে তার মানে এই নয় যে, দুই গালে থাপ্পড় মারতে হবে। মোট কথা হলো, গালে থাপ্পড় মারা সহ সব ধরণের মারামারি থেকে বিরত থাকুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy