আরামের পোশাক সুতি, যত্ন নিন এই উপায়ে

আরামদায়ক পোশাকের কথা বললে সুতি কাপড়ের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। কারণ সুতি একটি প্রাকৃতিক ফেব্রিক। তুলা থেকে তৈরি হয় সুতা, আর সেই সুতা থেকেই বোনা হয় আরামদায়ক সুতির পোশাক। তাই এই বিশেষ ফেব্রিকের চাই একটু বাড়তি যত্ন।

সুতির কাপড় ধোয়া থেকে শুরু করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখা পর্যন্ত কিছু নিয়ম মেনে চলা জরুরি। তা না হলে কাপড়ের স্থায়িত্ব কমে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক আপনার প্রিয় সুতির পোশাকের যত্ন আপনি কীভাবে নেবেন –

সুতি কাপড় ধোয়ার নিয়ম:

সুতি কাপড়ের ফেব্রিক খুব সহজে ছিঁড়ে যেতে পারে। তাই সুতির পোশাক কাচার সময় বেশি ঘষাঘষি না করাই ভালো। আলতো হাতে কেচে নিন।

কখনোই প্রচণ্ড গরম জলে সুতির পোশাক ভেজাবেন না। এর ফলে পোশাকের রং নষ্ট হয়ে যেতে পারে এবং কাপড় কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা বা ঠান্ডা জলে কাঁচাই শ্রেয়।

একটি সুতির পোশাক পরার পর এক মাস ফেলে রাখবেন না। ব্যবহারের পরপরই ধুয়ে শুকিয়ে ভালোভাবে তুলে রাখুন। ঘাম বা ময়লা জমে থাকলে কাপড়ের ক্ষতি হতে পারে।

যদি একদিন পরেই কাচতে না পারেন, তবে পোশাকটিকে অবশ্যই রোদে দিন। অন্তত এক ঘণ্টা হালকা রোদে মেলে রাখুন। এতে কাপড়ের ভেতরের আর্দ্রতা দূর হবে এবং ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না।

সুতির পোশাকে যদি কোনো দাগ লেগে যায়, তবে প্রথমে সেই দাগ তোলার চেষ্টা করুন। হালকা সাবান বা দাগ তোলার স্প্রে ব্যবহার করে দাগের জায়গাটি পরিষ্কার করে নিন। তারপর পুরো জামা ধুয়ে ফেলুন।

সুতির পোশাকে আপনি মাড় দিতেই পারেন। তবে মাড় দেওয়ার পর কাপড় থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিন। অতিরিক্ত জল থাকলে কাপড় ভারী হয়ে যাবে।

শুকানোর সময় যা করবেন:

খুব বেশি টানটান করে সুতির পোশাক মেলবেন না। এতে কাপড়ের আকার নষ্ট হয়ে যেতে পারে। হালকাভাবে ঝুলিয়ে দিন।

ধোয়ার পর কাপড় থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিন। বেশি ভেজা অবস্থায় মেললে শুকাতে বেশি সময় লাগবে এবং কাপড়ের ক্ষতি হতে পারে।

সরাসরি চড়া রোদে সুতির পোশাক দেবেন না। হালকা রোদে অথবা ছায়াযুক্ত স্থানে সুতির পোশাক মেলানোই ভালো। কড়া রোদে রং ফ্যাকাসে হয়ে যেতে পারে।

ইস্ত্রি করার সময় করণীয়:

সুতির পোশাক ইস্ত্রি করার সময় প্রথমে পোশাকের উল্টো দিক করে নিন। তারপর হালকা গরম ইস্ত্রি দিয়ে প্রথমে ভেতরের দিকটা ইস্ত্রি করুন। এরপর পোশাকের সোজা পিঠে ইস্ত্রি চালান। এতে কাপড়ের ঔজ্জ্বল্য বজায় থাকবে।

আলমারিতে রাখার সময় করণীয়:

পরার পর ভালোভাবে রোদে না শুকিয়ে অথবা না ধুয়ে সুতির পোশাক কখনোই ভাঁজ করে আলমারিতে রাখবেন না। এতে পোশাকে গন্ধ হতে পারে এবং পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে।

সুতির কাপড় আলমারিতে রাখার পর সেই স্থানে কিছু কালোজিরা ছড়িয়ে রাখতে পারেন। কালোজিরার গন্ধ পোকামাকড় তাড়াতে সাহায্য করে এবং আপনার পোশাক ভালো থাকবে। পোকা-মাকড় কাপড়ের ধারেকাছে ঘেঁষবে না।

এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনার প্রিয় সুতির পোশাকগুলো দীর্ঘ দিন পর্যন্ত আরামদায়ক এবং নতুন থাকবে। একটু যত্ন নিলেই সুতির পোশাক হয়ে উঠবে আপনার নিত্যদিনের সঙ্গী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy