আঙুল ফোটালেই কি হতে পারে গেঁটে বাত? আসল সত্য ফাঁস করলেন বিশেষজ্ঞরা!

আড্ডায় বসে বা কাজের ফাঁকে আলসেমি ভাঙতে আঙুল ফোটানো অনেকেরই মজ্জাগত অভ্যাস। কিন্তু এই শব্দ কি শরীরের জন্য ক্ষতিকর? চিকিৎসকদের মতে, আমরা যখন আঙুল ফোটাই, তখন হাড়ের সংযোগস্থলে থাকা ‘সাইনোভিয়াল ফ্লুইড’ বা এক প্রকার তরল পদার্থের গ্যাসের বুদবুদ ফেটে যায়, যার ফলে ওই শব্দ তৈরি হয়।

দীর্ঘদিন ধরে ধারণা ছিল যে, এর ফলে ‘আর্থ্রাইটিস’ বা বাতের ঝুঁকি বাড়ে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আঙুল ফোটানোর সাথে সরাসরি বাতের কোনো যোগসূত্র নেই। তবে এটি একেবারে নির্দোষও নয়। বারবার আঙুল ফোটানোর ফলে হাতের গ্রিপ বা ধরার শক্তি কমে যেতে পারে এবং হাড়ের সংযোগস্থলের টিস্যু নরম হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যদি আঙুল ফোটানোর সময় ব্যথা বা ফোলাভাব অনুভব করেন, তবে তা বড় কোনো হাড়ের সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই অভ্যাসটি খুব বেশি না করাই বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy