অফিসে সবাই কাজ করেন। তবে সবাইকে ছাড়িয়ে কেউ কেউ সেরা কর্মীর খেতাব পেয়ে যান। কীভাবে সেরা বা ভালো কর্মী হওয়া যায় তার কিছু পরামর্শ তুলে ধরেছে একটি ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট-
সব সময় কাজের মধ্যে থাকা: নতুন দায়িত্ব অথবা প্রজেক্ট হাতে নেয়ার আগ্রহ এবং প্রস্তুত থাকতে হবে। একজন ভালো কর্মী সব সময় কর্মোদ্যম থাকার চেষ্টা করেন।
সময়ানুবর্তিতা: কোনো মিটিং বা অ্যাসাইনমেন্ট জমা দেয়ার ক্ষেত্রে দেরি করবেন না। সব সময় সময় মেইনটেন করতে হবে যাতে সকলের প্রশংসা কুড়ানো যায়।
কাজে একনিষ্ঠ হওয়া: কঠোর পরিশ্রম করুন। অ্যাসাইনমেন্ট ভালোভাবে সম্পন্ন করুন। কাজের প্রতি মনোযোগী হতে হবে।
পেশাদারিত্ব: কর্মক্ষেত্রে সব সময় পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কাজের ক্ষেত্রে মনোযোগী এবং ধীরস্থির আচরণ খুবই গুরুত্বপূর্ণ।
সমস্যা সমাধানে: কোনো নির্দিষ্ট বিষয়ে সমস্যায় পড়লে বিষয়টি নিয়ে বসে থাকবেন না। সমাধান হিসেবে বিকল্প উপায় বের করতে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।
ভালো সম্পর্ক বজায় রাখা: সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রের পরিবেশ নিজের অনুকূলে আনার জন্য ভালো আচরণ গুরুত্বপূর্ণ।
বাস্তবসম্মত লক্ষ্য থাকা: লক্ষ্যকে কেবল স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এবং তা ধাপে ধাপে অর্জনে কাজ করে যান।
ভুলগুলো টুকে রাখা: কমবেশি সবারই ভুল হয়। এ ক্ষেত্রে সৎ থাকতে হবে। যেকোনো ভুল স্বীকার করে সামনে আনতে হবে।
পক্ষ নেয়া: একজন ভালো কর্মী কর্মক্ষেত্রে ইতিবাচক, দায়িত্বশীল হবে। এমনকি অফিসের সুনাম ক্ষুণ্ন হচ্ছে- এমন পরিস্থিতিতে কী করা উচিত তা জেনে একটি পক্ষ নেয়া উচিত।bs