OMG! গোলাপের পাপড়ির এত ব্যবহার, যা অবাক করবে আপনাকে

ফুলের কথা প্রথমেই সবার মাথায় আসবে গোলাপের নাম। সবচেয়ে সুন্দর ও সুঘ্রাণযুক্ত এই ফুলটি শুধু দেখতেই সুন্দর নয়, তার গুণের জন্যেও অনন্য। বন্ধুত্ব, ভালোবাসা ও শান্তির প্রতিক বহনকারী গোলাপের পাপড়ির দারুণ ব্যবহারগুলো সম্পর্কে জেনে নিন।

১. গোলাপের পাপড়ির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে চমৎকার ফেস প্যাক তৈরি করা যায়। যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

২. গোলাপের পাপড়ি থেকে তৈরি করা গোলাপজল ত্বকের যত্নে ও ত্বক পরিষ্কার করতে দারুণ কার্যকর।

৩. গোলাপের পাপড়ি বেটে সমান্য জল মিশিয়ে ক্ষতস্থানে ব্যবহার করলে ক্ষতস্থান দ্রুত ভালো হয়।

৪. গোলাপের পাপড়ি গুঁড়া দুধের সঙ্গে স্বল্প পরিমাণ মিশিয়ে পান করলে অ্যাসিডিটি ও স্টমাক আলসারের সমস্যা কমে যায়।

৫. গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি ও কাশির ফলে গলার ভেতরে ছিলে যাওয়ার মত জ্বলুনিভাব কমাতে চাইতে গোলাপের পাপড়ি জলে জ্বাল দিয়ে ছেঁকে সেই জলে গার্গল করতে হবে।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy